Kim Jong Un: হাত ভরা উপহার, রাশিয়া থেকে কী কী নিয়ে ফিরলেন উত্তর কোরিয়ার একনায়ক কিম

ইউক্রেন, রাশিয়া যুদ্ধে যে ড্রোন ব্যবহার করা হয়, সেই অত্যাধুনিক অস্ত্রও ক্রেমলিন উপহার দেয় উত্তর কোরিয়ার একনায়ককে। সবকিছু মিলিয়ে রাশিয়া থেকে ফেরার সময় কিম জং উনকে একের পর এক অত্যাধুনিক সামরিক অস্ত্র দেওয়া হয় মস্কোর তরফে।

Kim Meets Putin (Photo Credit: Twitter)

সবে সবে রাশয়া থেকে ফিরেছেন কিম জং উন। ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাৎ নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফেরার পর কিমের হাতে কী কী উপহার রয়েছে,তা নিয়েও শুরু হয়জোর চর্চা। রিপোর্টে প্রকাশ, অত্যাধুনিক রাইফেল থেকে শুরু করে উন্নত ড্রোন, একের পর এক অস্ত্র তুলে দেওয়া হয় উত্তর কোরিয়ার একনায়কের হাতে। রাইফেলের পাশাপাশি কিম জং উনকে একটি স্পেসস্যুট উপহার দেন ভ্লাদিমির পুতিন। বিশেষ এই স্পেসস্যুট পরে কিম মহাকাশে যেতে পারবেন বলে জানা যায়। এসবের পাশাপাশি শরীরকে রক্ষা করে, এমন এক ধরনের অস্ত্র কিম জং উনকে উপহার দেন ভ্লাদিমির পুতিন। যে অস্ত্র সমৃদ্ধ পোশাকে বুক, গলা, পেট সব সুরক্ষিত থাকবে বলে জানা যায়।

ইউক্রেন, রাশিয়া যুদ্ধে যে ড্রোন ব্যবহার করা হয়, সেই অত্যাধুনিক অস্ত্রও ক্রেমলিন উপহার দেয় উত্তর কোরিয়ার একনায়ককে। সবকিছু মিলিয়ে রাশিয়া থেকে ফেরার সময় কিম জং উনকে একের পর এক অত্যাধুনিক সামরিক অস্ত্র দেওয়া হয় মস্কোর তরফে।

সম্প্রতি ব্যক্তিগত সাজোয়া ট্রেনে চেপে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে মস্কোর উদ্দেশে রওনা দেন কিম জং উন। বিমান নিয়ে আশঙ্কা থাকায় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে  সাজোয়া ট্রেনকেই বেছে নেন উত্তর কোরিয়ার একনায়ক।



@endif