North Korea: কিম-কন্যার নামের সঙ্গে মিল হবে না কোনও মেয়ের, নয়া নির্দেশ উত্তর কোরিয়ায়

সম্প্রতি উত্তর কোরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবা কিম জং উনের সঙ্গে হাজির হতে দেখা যাচ্ছে তাঁর মেয়ে জও আইকে। ফলে কিম জং উনের পর তাঁর মেয়েই হয়ত গোটা দেশের দায়িত্বভার হাতে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Kim-Jung-Un (Photo Credit : Instagram)

উত্তর কোরিয়ায় (North Korea) ফের নয়া নিয়ম জারি কিম জং উনের (Kim Jong Un)। উত্তর কোরিয়ায় কোনও মহিলা বা মেয়ের নাম কিং জং উনের মেয়ের নামে হবে না। এমনই জানানো হল উত্তর কোরিয়া প্রশাসনের তরফে। উত্তর কোরিয়ায় কোনও মহিলা বা মেয়ের নাম কিম জং উনের কন্যার নামে হলে, তা সঙ্গে সঙ্গে পালটে ফেলতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট প্রসাসনের তরফে।

সম্প্রতি উত্তর কোরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাবা কিম জং উনের সঙ্গে হাজির হতে দেখা যাচ্ছে তাঁর মেয়ে জও আইকে। ফলে কিম জং উনের পর তাঁর মেয়েই হয়ত গোটা দেশের দায়িত্বভার হাতে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। এসব আশঙ্কার মাঝেই এবার উত্তর কোরিয়া প্রশাসনের তরফে নয়া নির্দেশিকা জারি করা হল। যা নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে।