Malala Yousafzai Tied The Knot: বিয়ে করলেন মালালা ইউসুফজাই

বার্মিংহামে অনাড়ম্বর নিকাহ অনুষ্ঠানে বিয়ে সেরে ফেললেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই (Malala Yousafzai)। এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়ে মালালা সকলের আশীর্বাদ শুভেচ্ছা কামনা করলেন।

Malala Yousafzai along with her father, mother and husband. (Twitter/@Malala)

বার্মিংহাম, ১০ নভেম্বর: বার্মিংহামে অনাড়ম্বর নিকাহ অনুষ্ঠানে বিয়ে সেরে ফেললেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফ জাই (Malala Yousafzai)। এক টুইট বার্তায় নিজের বিয়ের খবর জানিয়ে মালালা সকলের আশীর্বাদ শুভেচ্ছা কামনা করলেন। তিনি লিখেছেন, “আজকের দিনটি আমার জীবনের এক অমূল্য দিন হয়ে থাকবে। জীবনসঙ্গী হিসেবে আমি ও আসার আজ বিয়ে করলাম। বার্মিংহামের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে হল নিকাহ পর্ব। আমার নতুন জীবনের জন্য সকলের শুভেচ্ছা কামনা করছি। আসন্ন নতুন জীবনে পরস্পর একসঙ্গে চলার জন্য আমরা উদগ্রীব।” হালকা গোলাপী রঙা পোশাকের সঙ্গে একেবারে সাধারণ গয়নায় নিজেকে সাজিয়েছেন মালালা। স্বামী আসারের পরণে ছিল সাধারণ স্যুট ও মালালার পোশাকের রঙের সঙ্গে ম্যাচ করা টাই।

মেয়ের বিয়ের খবর টুইটারে পোস্ট করেছেন মালালর বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই। তিনি লেখেন, “বলার কোনও ভাষা নেই। আমি ও তুর পেকাই আনন্দ ও কৃতজ্ঞতা পাশে অভিভূত। আলহামদুলিল্লাহ।” মালাল ইউসুফজাই নারী শিক্ষার প্রচারে এক অগ্রগণ্য নাম। ১৫ বছর বয়সে তালিবানি হামলার হাত থেকে কোনওরকমে প্রাণে বাঁচেন। তালিবানের গুলিতে মাথায় আঘাত পেয়েছিলেন মালালা। এরপর অক্সফোর্ড থেকে স্নাতক হন মালালা। এখন নারী শিক্ষার প্রসারে বিশ্বের অন্যতম একটি নাম মালালা ইউসুফজাই। আরও পড়ুন- Delhi: ছট পুজো উপলক্ষে যমুনায় চলছে বিষাক্ত ফেনা অপসারণ (দেখুন ছবি)

পাকিস্তানের উত্তরাংশে সোয়াট উপত্যকার মিঙ্গোরাতে মেয়েদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়ে তালিবানের কুনজরে পড়েন তিনি। ২০১২-র অক্টোবরে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায় তালিবান বন্দুকবাজ। এরপরেই স্বদেশ ছেড়ে ইংল্যান্ডের বার্মিংহামে সপরিবারে চলে আসেন মালালা ইউসুফজাই। নারী শিক্ষার প্রসারে অগ্রগণ্য ভূমিকা নিয়ে ২০১৭-সালে শিশু অধিকার প্রতিষ্ঠায় নিযুক্ত সমাজকর্মী কৈলাস সত্যর্থীর সহ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান মালালা ইউসুফজাই।