Kulbhushan Jadhav Case: কুলভূষণ যাদবের মামলায় কোন সমঝোতা নয়, জানিয়ে দিল পাকিস্তান

কুলভূষণ যাদবের বিষয়ে কোনওরকম সমঝোতা করা হবে না, জানিয়ে দিল ইসলামাবাদ। কুলভূষণ মামলা (Kulbushan Jadhav issue) পর্যালোচনা করে দেখতে ইমরান খান সরকার বেশ কিছু আইনি পদক্ষেপ করছে বলে বুধবারই জানা গিয়েছিল। তার পর বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল (Muhammad Faisal)। তিনি জানান, কুলভূষণ মামলায় ভারতের সঙ্গে কোনওরকম সমঝোতায় যাবে না পাকিস্তান।

কুলভূষণ যাদব(File Photo)

ইসলামাবাদ, ১৫ নভেম্বর: কুলভূষণ যাদবের বিষয়ে কোনওরকম সমঝোতা করা হবে না, জানিয়ে দিল ইসলামাবাদ। কুলভূষণ মামলা (Kulbushan Jadhav issue) পর্যালোচনা করে দেখতে ইমরান খান সরকার বেশ কিছু আইনি পদক্ষেপ করছে বলে বুধবারই জানা গিয়েছিল। তার পর বৃহস্পতিবার ইসলামাবাদে সংবাদমাধ্যমের মুখোমুখি হন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল (Muhammad Faisal)। তিনি জানান, কুলভূষণ মামলায় ভারতের সঙ্গে কোনওরকম সমঝোতায় যাবে না পাকিস্তান। এদিন সমঝোতার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ফয়জন বলেন, বলেন, ‘‘ভারতের সঙ্গে এ নিয়ে কোনও সমঝোতা করা হবে না। দেশের আইন মেনেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’’

জানা গিয়েছে, এই বিষয়ে আন্তর্জাতিক আদালতের নির্দেশ বলবৎ করার ক্ষেত্রেও পাকিস্তানের (Pakistan) সংবিধান মেনে পদক্ষেপ করা হবে। চরবৃত্তি এবং সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন অফিসার কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে পাক সেনা আদালত। যদিও ভারতের দাবি, ব্যাবসার খাতিরে ইরান গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। বিষয়টি আন্তর্জাতিক ন্যায় আদালতেও পৌঁছেছে। গত জুলাই মাসে সেখানে পাকিস্তানকে সাজা পুনর্বিবেচনা করে দেখার নির্দেশ দেওয়া হয়। আরও পড়ুন-California Saugus High School Shooting: মার্কিন মুলুকের বন্দুকবাজের হামলায় মৃত ১ , সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ

উল্লেখ্য, বৃহস্পতিবারই জানা গিয়েছিল, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (International Court of Justice) শর্ত মেনে সেনা আইনে সংশোধন আনছে পাকিস্তান (Pakistan)। এই সংশোধনীর পরে কুলভূষণ যাদব (Kulbhushan Jadhav) খুব শিগগির দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে নাগরিক আদালতে আবেদন করতে পারবেন। আইন সংশোধিত হয়ে গেলে ভারতের পক্ষে কুলভূষণ যাদবকে আইনি সহায়তা দেওয়ার দ্বার খুলে যাবে। ANI-এর একটি টুইট অনুসারে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের (ICJ) শর্ত মেনে পাকিস্তান বর্তমানে তার সেনা আইনে (Army Act) সংশোধনী আনতে চলেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম আরও জানিয়েছে যে সামরিক আদালতে এবং সেনা আইনের অধীনে মামলা চলেছে এমন ব্যক্তি বা দল অন্য আদালতে আবেদন করতে পারে না। কিন্তু কুলভূষণ যাদবের জন্য একটি বিশেষ সংশোধনী আনা হচ্ছে।