Nikki Haley Attacks Pakistan: 'পাকিস্তানে এক ডজন সন্ত্রাসবাদীর বাস', আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে তোপ ভারতীয় বংশোদ্ভুদ নিকি হ্যালের

পাকিস্তানের পাশাপাশি হ্যালে আরও বলেন, চিন এবং রাশিয়ার যরা বন্ধু, তাদেরও আমেরিকা কোনওভাবে সাহায্য করবে না৷

Nikki Haley, Shehbaz Sharif (Photo Credit: Instagram)

ওয়াশিংটন, ২ মার্চ: আমেরিকার (America) প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার আগেই পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় বংশোদ্ভুদ রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালে (Nikki Haley )৷ আমেরিকায় যখন জোর কদমে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলছে, সেই সময় পাকিস্তানকে আক্রমণ করেন হ্যালে৷ তিনি বলেন, পাকিস্তানে (Pakistan) সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে৷ কয়েক ডজন জঙ্গি রয়েছে সেখানে৷ ফলে আমেরিকার কাছ থেকে পাকিস্তান কোনও প্রকার সাহায্য পাবে না বলে স্পষ্ট জানান হ্য়ালে৷ পাকিস্তানের ভাগে যত সাহায্যের বরাত ছিল, আমের্কা সব বাতিল করবে বলে মন্তব্য করেন নিকি হ্যালে৷

আরও পড়ুন: Nikki Haley To Run For US President: না সাদা, না কালো, ভারতীয় বংশোদ্ভুদ নিকি হ্যালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ময়দানে

পাকিস্তানের পাশাপাশি  হ্যালে আরও বলেন, চিন এবং রাশিয়ার যরা বন্ধু, তাদেরও আমেরিকা কোনওভাবে সাহায্য করবে না৷

২০২৪ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন৷ ফলে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষ্যে গত মাস থেকে প্রচার শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভুদ নিকি হ্যালে৷ আমেরিকার প্রেসিডেন্ট নিক্বাচনের জন্য গত ১৪ ফেব্রুয়ারি মনোনয়ন জমা করেন হ্যালে৷ তারপর থেকেই জোর কদমে প্রচার শুরু করেন তিনি৷