US: মার্কিন মুলুকে সদ্য বিবাহিত ভারতীয় বংশোদ্ভূত যুবককে গুলি করে খুন, আত্মরক্ষা নাকি হঠকারিতা!
গত ২৯ জুন ম্যাক্সিকান তরুণী ভিভিয়ানা জামোরার সঙ্গে বিয়ে হয় গ্যাভিনের। বিয়ের এক মাস পার হতে না হতেই স্বামীকে হারালেন ভিভিয়ান। ইন্ডি শহরের রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই যুবকে গুলি করে খুনের একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বিয়ে হয়েছে এখনও একমাসও পার হয়নি। তার মধ্যেই স্বামহারা হলেন মেক্সিকান তরুণী। রাস্তার মাঝে তরুণীর ভারতীয় বংশোদ্ভূত স্বামীকে গুলি করে খুন করা হল। পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার ১৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ইন্ডিয়ান (Indiana) প্রদেশে ঘটনাটি ঘটেছে। বছর ২৯-এর মৃত যুবকের নাম গ্যাভিন দাসাউর। ঘটনার দিন গ্যাভিন তাঁর ম্যাক্সিকান স্ত্রী ভিভিয়ানা জামোরার সঙ্গে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। এমন সময়ে ইন্ডি শহরের দক্ষিণ-পূর্ব দিকে একটি মোড়ে এক পিকআপ ট্রাক চালকের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান গ্যাভিন। বচসার মাঝেই ট্রাক চালক আচমকা গুলি চালিয়ে বসেন।
আমেরিকার রাস্তায় গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত গ্যাভিন দাসাউরের। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আগ্রায় (Agra) বাড়ি যুবকের। গত ২৯ জুন ম্যাক্সিকান তরুণী ভিভিয়ানা জামোরার সঙ্গে বিয়ে হয় গ্যাভিনের। বিয়ের এক মাস পার হতে না হতেই স্বামীকে হারালেন ভিভিয়ান। ইন্ডি শহরের রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই যুবকে গুলি করে খুনের একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বন্দুক হাতে গাড়ি থেকে নেমে পিকআপ ট্রাকের দিকে তেড়ে আসছেন গ্যাবিন। বন্দুক দিয়ে পিকআপ ট্রাকের দরজায় সজোরে আঘাত করে চালকের উপর চিৎকার শুরু করেন। এমন সময়ে ট্রাকের ভিতর থেকে চালক গ্যাভিনকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চানায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।
জানা যাচ্ছে, ঘটনার সময়ে গ্যাভিনের সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। স্বামী গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন ভিভিয়ানা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে গ্যাভিন দাসাউরের। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের এও অনুমান, আত্মরক্ষার জন্যে গুলি চালিয়ে থাকতে পারে অভিযুক্ত চালক।