New York's Empire State Building: প্রধানমন্ত্রী মোদির সম্মানে তেরঙ্গায় আলোকিত নিউইয়র্কের ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং, অপূর্ব ভিডিয়ো

তিন দিনের সরকারি সফরে আমেরিকা গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার সেই সফরের শেষ দিন।

Photo Credits: ANI

নিউইয়র্ক: তিন দিনের সরকারি সফরে (Official State visit) আমেরিকা (USA) গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। আজ শুক্রবার সেই সফরের শেষ দিন। আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে তেরঙ্গায় (tricolour) আলোকিত (lit up) হয়ে উঠেছে নিউইয়র্কের (New York) ঐতিহাসিক এম্পায়ার স্টেট বিল্ডিং (Empire State Building)।

মার্কিন সময় অনুযায়ী আজ প্রধানমন্ত্রী মোদি যোগ দেবেন স্টেট ডিপার্টমেন্টের মধ্যাহ্নভোজনে (State Department luncheon) তারপর নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে (Indian community event) যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। আরও পড়ুন: PM Modi's US Visit: আমেরিকানরাও নাটু নাটুর ধুনে নাচছেন, হোয়াইট হাউসের ডিনারের পর বাইডেনকে পাশে নিয়ে বললেন মোদী

দেখুন ভিডিয়ো: