Brooklyn Subway Shooting: ব্রুকলিন কাণ্ডের বন্দুকবাজকে চিহ্নিত করল নিউইয়র্ক পুলিশ, চলছে চিরুণী তল্লাশি

ব্রুকলিন পাতালরেলের স্টেশনে গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্তকে চিহ্নিত করেছে নিউইর্ক শহরের পুলিশ। তার নাম ফ্রাঙ্ক জেমস। মঙ্গলবার ব্রুকলিনের পাতাল রেলের স্টেশনে গুলিচালনার ঘটনায় তার দিকেই সন্দেহের তির।

New York City Police Department at Brooklyn subway. Credits: ANI

ওয়াশিংটন, ১৩ এপ্রিল: ব্রুকলিন পাতালরেলের স্টেশনে গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্তকে চিহ্নিত করেছে নিউইর্ক শহরের পুলিশ। তার নাম ফ্রাঙ্ক জেমস। মঙ্গলবার ব্রুকলিনের পাতাল রেলের স্টেশনে গুলিচালনার ঘটনায় তার দিকেই সন্দেহের তির। কিন্তু ফ্রাহ্ক জেমস যেন বেপাত্তা হয়ে গেছে। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনও তথ্য থাকলে জনসাধারণ যেন  নিউঅয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে @NYPDTips at 1-800-577-TIPS এই নম্বরে ফোন করে জানায়। এক টুইট বার্তায় NYPD এই তথ্য দিয়েছে। সন্দেহভাজনের চেহারারও বর্ণনা দিয়েছে পুলিশ। সন্দেহভাজন কৃষ্ণাঙ্গ। তার পরণে নিয়ন কমলা রঙের জামা ও ধূসর রঙের সোয়েটশার্ট ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার নিউ ইয়র্কের (New York) ব্রুকলিন স্টেশনে চলল গুলি। যার জেরে পরপর ১৩ জন গুরুতর আহত বলে খবর। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ব্রুকলিন (Brooklyn) স্টেশনে এক নাগাড়ে গুলির জেরে ৫ জন নিহত হন। পাশাপাশি গুরুতর আহত হন ১৩ জন।  কমলা রঙের পোশাক পরে মুখ মাস্কে ঢেকে ব্রুকলিন স্টেশনে গুলি চালায় এক আততায়ী। এমনই জানানো হয় নিউ ইয়র্ক পুলিশের তরফে। যা নিয়ে জোর চাঞ্চল্য শুরু হয়েছে।