New Year 2023 in China: কোভিড কাঁটা উপেক্ষা করে বর্ষবরণের রাতে হাজার হাজার মানুষ উহানে, দুশ্চিন্তায় স্বাস্থ্যমহল
বেইজিং, ১ জানুয়ারিঃ করোনায় জর্জরিত দেশ চিন (Covid 19 in China)। প্রতিদিন কয়েক হাজার মানুষের মৃত্যু হচ্ছে সে দেশে। কেবলমাত্রই কোভিডে (Covid 19) আক্রান্ত হয়ে। লক্ষাধিক মানুষ প্রতিদিন করোনা সংক্রমিত হচ্ছেন। এমন একটা উদ্বেগজনক পরিস্থিতিতেও কোভিডের কাঁটা উপেক্ষা করে নববর্ষ উদযাপনে মেতে উঠেছেন চিনবাসী (New Year 2021 in China)।
এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা থেকে পাওয়া তথ্য অনুজায়ী, শনিবার বর্ষবরণের (Happy New Year 2023) রাতে চিনের উহানে (Wuhan, China) জমা হয়েছিল প্রায় কয়েক হাজার মানুষ। উহানের প্রথা অনুযায়ী, এদিন রাত ঠিক ১২ টায় প্রত্যেকে আকাশে বেলুন উড়িয়ে স্বাগত জানিয়েছেন নববর্ষকে (New Year 2023 in China)। কোভিড আতঙ্কের মধ্যেই চিনা সরকার কঠোর 'শূন্য-কোভিড নীতি' প্রত্যাহার করতেই হাজার হাজার মানুষ এদিন জড়ো হয়েছিলেন নতুন বছর উদযাপনে। যা নিয়ে রীতিমত চিন্তায় ফেলেছে সেদেশের স্বাস্থ্য মহলকে।
চিনের পরিস্থিতি ইতিমধ্যেই হাতের বাইরে চলে গিয়েছে স্বাস্থ্য মহলের (Covid 19 Scare in China)। হাসপাতালে জায়গা হচ্ছে না রোগীদের। বিগত বেশ কিছুদিনে সেদেশের শ্মশানে চুল্লির আগুন নিভতে দেখা যায়নি। মৃতদেহের স্তুত জমে গিয়েছে মর্গ থেকে শ্মশান। এমন একটা সংকটজনক পরিস্থতি উপেক্ষা করে সেদেশের মানুষের নববর্ষ উদযাপনে জড়ো হওয়া, মেতে ওঠা ভালো চোখে দেখছে না স্বাস্থ্য দপ্তর। অশনিসংকেতের আভাস পাচ্ছে বিভিন্ন স্বাস্থ্য মহল।
গত কয়েক দিনে চিনের কোভিড আক্রান্তের সংখ্যা দেখে সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশন অনুমান করছে, ২০২৩ সালের জানুয়ারিতে চিনে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াবে ৫৮৪,০০০। এছাড়াও মার্চ মাস পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ১০০ কোটি ছাড়াতে চলেছে।