Goat Plague Outbreak: ইউরোপে ছড়াচ্ছে ছাগলের নয়া 'প্লেগ', সংক্রমণ রুখতে কঠোর নিয়ন্ত্রণ ইংল্যান্ডে

ছাগলের প্লেগ বৈজ্ঞানিকভাবে ওভাইন রিন্ডারপেস্ট বা 'পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস' নামে পরিচিত। এই রোগটি কেবল গবাদি পশুকেই প্রভাবিত করে তাই মানুষ এটি থেকে নিরাপদ। তবে এই রোগে ছাগল ও ভেড়ার মধ্যে এর মৃত্যুর হার বেশি। এর বিস্তার রোধে গণহারে গবাদি পশু নিধন অভিযান চলছে

Greece Goat (Representational Image) (Photo Credit: @greekcitytimes/ X)

সম্প্রতি 'গোট প্লেগ' (Goat Plague) নামে একটি রোগ দক্ষিণ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কিছু অংশ ছড়িয়েছে এবং সেই আতঙ্কে ব্রিটিশ কর্মকর্তারা আমদানি নিয়ন্ত্রণ কঠোর করতে নয়া অভিযান শুরু করেছে। The Mirror-এর প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ সরকার এই মারাত্মক মহামারীর প্রবেশ ঠেকানোর চেষ্টা করছে, সেই কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো থেকে ছুটি কাটিয়ে আসা ব্রিটিশদের খাদ্যপণ্য কঠোর নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। ইউরোপের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোতে গবাদি পশুর মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। ।ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ভেড়া ও ছাগলের মাংসের পাশাপাশি ভেড়া ও ছাগলের দুধ ও দুগ্ধজাত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ইংল্যান্ড। এর মধ্যে গ্রিস এবং রোমানিয়া থেকে আনা ভেড়া এবং ছাগলের দুধের পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে। Monkey Pox Alert: থাইল্যান্ডে মাঙ্কিপক্সের থাবা, আফ্রিকা ফেরৎ ইউরোপীয় নাগরিকের শরীরে ভয় ধরানো স্ট্রেইন

সুতরাং কাস্টমস ইংল্যান্ডে লেবেলবিহীন ফরাসি ছাগলের চিজ ফেলে দিচ্ছে এবং প্যাকেটজাত খাবার সম্ভবত বাজেয়াপ্ত করা হবে। আসলে ছাগলের প্লেগ বৈজ্ঞানিকভাবে ওভাইন রিন্ডারপেস্ট বা 'পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস' (peste des petits ruminants) নামে পরিচিত। এই রোগটি কেবল গবাদি পশুকেই প্রভাবিত করে তাই মানুষ এটি থেকে নিরাপদ। ইংল্যান্ডের ডেপুটি চিফ ভেটেরিনারি অফিসার এলে ব্রাউন বলেন, 'সম্প্রতি ইউরোপে পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি মানুষের জন্য কোনও ঝুঁকি তৈরি করে না তবে ভেড়া এবং ছাগলের মধ্যে গুরুতর অসুস্থতা সৃষ্টি করে। ইংল্যান্ডে এর প্রাদুর্ভাব প্রাণীদের দুর্ভোগ বাড়াবে এবং আমাদের কৃষিকাজ এবং ফার্মের জন্য খুব ক্ষতিকারক হবে।'

পিপিআরের ঘটনা বাড়ছে এবং এই রোগটি মহাদেশের গবাদি পশুর পালে বিপুল ছড়িয়ে পড়ছে। সংক্রামক রোগের বিস্তার রোধ করার জন্য, রোমানিয়ান কৃষকদের হাজার হাজার ছাগল এবং ভেড়া হত্যা করার সিদ্ধান্ত নিতে হয়েছে। গত মাসে গ্রিসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কৃষকরা ১০ হাজারেরও বেশি ভেড়া হত্যা করে। ছাগলের এই প্লেগ গ্রিসের অর্থনীতিতে সমস্যা সৃষ্টি করতে পারে কারণ ছাগল এবং গরুর দুধ উভয়ই দিয়ে তৈরি ফেটা চিজ তাদের অন্যতম বৃহত্তম রফতানি পণ্য।



@endif