Nepal Political Crisis: পতনের মুখে পুষ্পকুমার দাহালের সরকার, নেপাল কংগ্রেসের সঙ্গে নতুন সমীকরণে কেপি শর্মা ওলি

নেপালে জোর ধাক্কা খেল পুষ্পকুমার দাহালের সরকার! ভোটের মাত্র ৪ মাসের মধ্যে সমর্থন তুলে নিল জোট শরিক কমিউনিস্ট পার্টি। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড সরকারের আট মন্ত্রী তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন।

Photo Credit ANI

নেপালে জোর ধাক্কা খেল পুষ্পকুমার দাহালের সরকার! ভোটের মাত্র ৪ মাসের মধ্যে সমর্থন তুলে নিল জোট শরিক কমিউনিস্ট পার্টি। ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড সরকারের আট মন্ত্রী তাঁদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগ করা মন্ত্রীরা  সকলেই নেপালের কমিউনিস্ট পার্টির সদস্য(Communist Party of Nepal (Unified Marxist–Leninist)। গতকাল প্রধানমন্ত্রী প্রচণ্ডর কাছে তাঁরা পদত্যাগপত্র তুলে দেন।

নেপালের কমিউনিস্ট পার্টির চেয়ারপার্সন কে পি শর্মা ওলি তাঁর দলের মন্ত্রীদের সরকার থেকে ইস্তফা দিতে নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ করা হয় বলে জানা গেছে। ওলি প্রধানমন্ত্রী পদে প্রচণ্ডকে ইস্তফা দেওয়ার’ও আহ্বান জানিয়েছেন। প্রচণ্ডকে লেখা এক চিঠিতে তাঁর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে দিয়েছে নেপালের কমিউনিস্ট পার্টি (CPN-UML)। নেপালী কংগ্রেসের সঙ্গে ক্ষমতা বণ্টন নিয়েও তাঁদের কথাবার্তা চূড়ান্ত বলে জানা গেছে। ফেডারেল পার্লামেন্টের দুটি বৃহত্তম দল- নেপাল কংগ্রেস এবং সিপিএন (ইউএমএল)  ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলির নেতৃত্বে একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে ক্ষমতার সমীকরণ ভাগ করতে সম্মত হয়েছে।

 



@endif