IPL Auction 2025 Live

Nepal Landslides: নেপালের জাজারকোট ও সিন্ধুপালচকে ধস নেমে নিখোঁজ ৪৪ জন

প্রবল বৃষ্টিপাতে পাহাড়ে ধস নেমে নিখোঁজ ৪৪ জন। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। ম্যাগরি, জাজারকোট ও সিন্ধুপালচক জেলায় ধস নাম। ধসে ৪৪ জন নিখোঁজ হওয়ার পাশাপাশি জল সঙ্কটে ছুমরাং গ্রামের বাসিন্দারা। তারা জানান, ধসের ফলে খাওয়ার জলের পাইপ ভেসে গেছে। যারফলে তাদের বৃষ্টির জল সংরক্ষণ করে পান করতে হচ্ছে।

ধস (Representational Image|ANI)

কাঠমান্ডু, ১০ জুলাই: প্রবল বৃষ্টিপাতে (Rainfall) পাহাড়ে ধস (Landslide) নেমে নিখোঁজ ৪৪ জন। টানা কয়েকদিনের বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। ম্যাগরি, জাজারকোট ও সিন্ধুপালচক জেলায় ধস নাম। ধসে ৪৪ জন নিখোঁজ হওয়ার পাশাপাশি জল সঙ্কটে ছুমরাং গ্রামের বাসিন্দারা। তারা জানান, ধসের ফলে খাওয়ার জলের পাইপ ভেসে গেছে। যারফলে তাদের বৃষ্টির জল সংরক্ষণ করে পান করতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় একের পর এক ধসে ক্ষতিগ্রস্ত বিস্তীর্ন এলাকা। মাইরিপাব্লিকা সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এর ফলে প্রায় ৯ জন মৃত ও আহতের সংখ্যা বহু। বৃষ্টিপাতে ভেসে গেছে এলাকার বাড়িঘর। কস্কি এবং লামজুং জেলায় বৃহস্পতিবার রাতে বাড়িঘর ভেঙে যায়। প্লাবনে ভেসে গেছে বহু বাড়িঘর।