Sheikh Hasina C-130 : দেশছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে বায়ুসেনার লাউঞ্জে বৈঠক অজিত দোভালের, ঢাকার পরিস্থিতির দিকে নজর নয়াদিল্লির
দেশে নজরিবিহীন উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষোভের আঁচ পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরই বিশেষ বিমানে বোন শেখ রেহানা সিদ্দিকি-কে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা।
ঢাকা, ৫ অগাস্ট: Bangladesh Unrest: দেশে নজরিবিহীন উত্তপ্ত পরিস্থিতি, বিক্ষোভের আঁচ পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। এরপরই বিশেষ বিমানে (C-130 ) বোন শেখ রেহানা সিদ্দিকি-কে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে আসেন হাসিনা। সংবাদমাধ্যমে প্রকাশ দেশ ছেড়ে হাসিনা সবার আগে আসেন ত্রিপুরায় এক গোপন আস্তানায়। উত্তরপ্রদেশের হিন্দন এয়ারবেসে (Hindon Airbase) শেখ হাসিনার কপ্টার হাজির হওয়ার পর সেখানে হাজির হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হিন্দন এয়ারবেসে বায়ুসেনার লাউঞ্জে বৈঠক সারেন সদ্য ইস্তফা দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দোভাল। কড়া নিরাপত্তার মধ্যে হাসিনার সঙ্গে দোভালের গুরুত্বপূর্ণ বৈঠক হয় বলে খবর। ঢাকা থেকে সরাসরি দিল্লি না গিয়ে, রাজধানীর কাছাকাছি হিন্দন এয়ারবেসে শেখ হাসিনার কপ্টার নামে।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগে ভারত। ঢাকার দিকে নজর রাখছে নয়া দিল্লি। পরিস্থিতি কোনও দিকে যায় তার আঁচ পাওয়ার চেষ্টাও চলছে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ নরেন্দ্র মোদী সরকার। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে হাসিনা দেশ ছেড়ে পালাতেই তাঁর গণভবনে চড়াও হয় আন্দোলনকারী। হাসিনার শয়নকক্ষে ঢুকে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়া, পাকশালে ঢুকে ঢালাও ভোজ খাওয়া, যথেচ্ছ লুটপাট চলছে গণভবন জুড়ে। এবার একই দশা সংসদ ভবনের অন্দরেও।
দেখুন ভিডিয়ো
এদিন সকাল থেকে আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি ভবন থেকে শুরু করে যেখানে পারছেন আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে সবচেয়ে বেদনার ছবি উঠে এল, যখন দেখা গেল বাংলাদেশের জাতীর জনক শেখ মুজিবুর রহমান-এর মূর্তি ভাঙছে এক আন্দোলনাকীরা। মুজিব-এর বিশাল ওই মূর্তির ওপর উঠে এক আন্দোলনকারী হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে তা ভাঙার চেষ্টা করছে। নীচে দাঁড়িয়ে তাঁকে উৎসাহ জোগাচ্ছেন বাকিরা।