কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক, ভারত-পাকিস্তানের যৌথ উদ্যোগেই আসবে সমাধান, মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
কাশ্মীর সমস্যা (Kashmir Issue) একেবারেই ভারতের ব্যক্তিগত বিষয়। এটি ভারত পাকিস্তানের যৌথ সমস্যা। তাই তা মেটাতে দিল্লি ও ইসলামাবাদের যৌথ উদ্যোগ জরুরি। এখানে বহির্বিশ্বের নাক গলানোর দরকার নেই। সাউথ ব্লকের এই তথ্য এতদিনে মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফান্সের জি-৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা ও বার্তালাপের পর দেশে ফিরে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন ডিসি, ২৬ আগস্ট: কাশ্মীর সমস্যা (Kashmir Issue) একেবারেই ভারতের ব্যক্তিগত বিষয়। এটি ভারত পাকিস্তানের যৌথ সমস্যা। তাই তা মেটাতে দিল্লি ও ইসলামাবাদের যৌথ উদ্যোগ জরুরি। এখানে বহির্বিশ্বের নাক গলানোর দরকার নেই। সাউথ ব্লকের এই তথ্য এতদিনে মেনে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফান্সের জি-৭ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা ও বার্তালাপের পর দেশে ফিরে এমনটাই জানালেন ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে স্বল্প সাক্ষাতের পরিসরেই বিবিধ বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুগম্ভীর আলোচনা হয়। স্বাভাবিকভাবেই কাশ্মীরও আলোচ্য ছিল। সেখানে ৩৭০ ধারা রদের পর যে যে সমস্যা তৈরি হয়েছিল তা মিটেছে। ট্রাম্পকে এমনই জানিয়েছেন মোদি। বার্তালাপের পর নিশ্চিন্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এই প্রসঙ্গে ওয়াশিংটন ডিসিতে ফিরে এক সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘গতরাতে আমরা দুজনে দীর্ঘক্ষণ কথা বলেছি। কাশ্মীর প্রসঙ্গে আলোচনা হয়েছে। কাশ্মীরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত খুব শিগগির এই বিষয়টি নিয়ে পাকিস্তানের (Pakistan) সঙ্গে আলোচনায় বসবে। এবং আমি আশা করি দুই দেশের এই দ্বিপার্শ্বিক সমস্যা খুব তাড়াতড়ি মিটে যাবে। দুই দেশের মধ্যস্থতায় ভাল কিছুই ঘটবে।’
কাশ্মীর সমস্যা যে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় তা এতদিনে বুঝে উঠতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাশ্মীরের অংশ বিশেষের মালিকানা নিয়ে এই দুই দেশের মধ্যে যে দীর্ঘ সংঘাত রয়েছে তা কারোরই অজানা নয়। গত ৫ তারিখে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয় বারত সরকার। তারপরই আসরে নেমে কাশ্মীরিদের প্রতি অন্যায় হচ্ছে বলে উঠেপড়ে লাগেন ইমরান খান। তাঁর সুপারিশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) বার দুয়েক কাশ্মীর সমস্যাতে নাক গলাতে চেয়েছেন। প্রতিবারই নয়াদিল্লি তাঁকে বুঝিয়ে সুজিয়ে নিরস্ত করে জানিয়েছে যে, এটি একান্তভাবেই দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়। এতে তৃতীয়পক্ষের উপস্থিতির প্রয়োজন নেই। আরও পড়ুন-G-7 Summit: ফ্রান্সে আজ নরেন্দ্র মোদি- ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি, কাশ্মীর ইস্যু নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার দিকে তাকিয়ে বিশ্ব
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘প্রকৃতগত ভাবেই ভারত-পাকিস্তানের যাবতীয় সমস্যা আসলে দ্বিপাক্ষিক (bilateral)। সেকারণেই এহেন সমস্যা মেটাতে আমরা তৃতীয় কোনও দেশের উপস্থিতি মানি না। ১৯৪৭-এর আগে ভারত পাকিস্তান একসঙ্গেই ছিল। সেকারণেই আমি আত্মবিসশ্বাসের সঙ্গে বলতে পারি, আমরা দুপক্ষ একসঙ্গে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করে তার সমাধান করতে পারি।’