PM Modi In Athens: প্রধানমন্ত্রী মোদিকে 'গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার' দিলেন গ্রিসের রাষ্ট্রপতি, এথেন্সের ভিডিয়ো

সাকেলারোপৌলুর সঙ্গে দেখা করলেন তিনি।

Photo Credits: ANI

ব্রিকস সম্মেলন (BRICS Summit) শেষ করেই গ্রিস (Greece) সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। শুক্রবার এথেন্সে (Athens) গ্রিসের রাষ্ট্রপতি ক্যাটেরিনা এন. সাকেলারোপৌলুর (Greek President Katerina N. Sakellaropoulou) সঙ্গে দেখা করলেন তিনি।

দেখুন ভিডিয়ো:

সেখানে ভারতের প্রধানমন্ত্রীর হাতে সেদেশের অন্যতম সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার (Grand Cross of the Order of Honour) তুলে দিলেন গ্রিসের রাষ্ট্রপতি। দেখুন সংবাদ সংস্থা এএনআইয়ে পোস্ট হওয়া সেই সময়ের ভিডিয়ো। আরও পড়ুন: এথেন্সে প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে উচ্ছ্বাস ভারতীয়দের, দেখুন

সম্মান পাওয়ার নরেন্দ্র মোদি টুইট করেন, "আমাকে গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ অনার দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি ক্যাটেরিনা এন. সাকেলারোপৌলু, গ্রিসের সরকার ও মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ভারতের প্রতি গ্রিসের মানুষের শ্রদ্ধার পরিচয় দেয়।"



@endif