Murder: মায়ের সঙ্গে বাজার করতে বেরিয়ে খুন ৩ বছরের শিশু, গ্রেফতার অভিযুক্ত
ক'দিন আগেই ছাড়া পান। আর তারপরই এই কাণ্ড ঘটিয়ে বসেন তিনি। কেন বারেবারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও রকম মানসিক সমস্যা রয়েছে কি না তাও দেখা হচ্ছে পুলিশের তরফে।
নয়াদিল্লিঃ মায়ের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়ে খুন ৩ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ওহিওতে (Ohio)। জানা গিয়েছে, সোমবার বিকেল ৩ টে নাগাদ ওহিও সুপারমার্কেট (Ohio Super Market) থেকে বেড়িয়ে গাড়িতে মালপত্র তুলছিলেন মারগট উড নামে ৩৮ বছরের এক মহিলা। সঙ্গে ছিল তাঁর ৩ বছরের ছেলে জুলিয়ান উড। হঠাৎই তাঁদের উপর চড়াও হন এক মহিলা। ছুরি চালাতে থাকেন তিনি। ছুরির আঘাতে মৃত্যু হয় ৩ বছরের জুলিয়ানের। আহত হন তার মা মারগট। বিনা কারণেই খুন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় বিয়নসা ইলিস নামে এক মহিলাকে আটক করা হয়েছে। এই ঘটনার সময় তাঁকে ওই রাস্তা দিয়ে যেতে দেখা গিয়েছে। শুধু তাই-ই নয়, তাঁর হাতে রক্তমাখা ছুরিও দেখা যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিছুদিন আগে ওয়ালমার্টে হিংসা ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। ক'দিন আগেই ছাড়া পান। আর তারপরই এই কাণ্ড ঘটিয়ে বসেন তিনি। কেন বারেবারে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও রকম মানসিক সমস্যা রয়েছে কি না তাও দেখা হচ্ছে পুলিশের তরফে।