Afghanistan: তালিবানের দখলে আফগানিস্তান, জালালাবাদ থেকে উদ্ধার একের পর এক মৃতদেহ

খবর অনুযায়ী, জালালাবাদের নানগরহর থেকে পরপর ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মৃতদেহগুলি কাদের, সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি স্থানীয়প্রশাসনের তরফেও এ বিষয়ে মুখ খুলতে চাওয়া হয়নি।

Taliban In Afghanistan (Photo Credit: Twitter)

কাবুল, ২৪ সেপ্টেম্বর: আফগানিস্তান (Afghanistan) বর্তমানে তালিবানের (Taliban) দখলে। আফগানিস্তানের দখল তালিবানের হাতে যাওয়ার পর থেকে একের পর এক ঘটনা উঠে আসতে শুরু করেছে সংবাদমাধ্যমে। তালিবানের কাবুল দখলের এক মাস পেরোতে না পেরোতেই এবার জালালবাদের (Jalalabad) নানগরহর থেকে ভয়ঙ্কর খবর উঠে এল।

টোলো নিউজের খবর অনুযায়ী, জালালাবাদের নানগরহর থেকে পরপর ৩টি মৃতদেহ উদ্ধার করা হয়। ওই মৃতদেহগুলি কাদের, সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফেও এ বিষয়ে মুখ খুলতে চাওয়া হয়নি।

আরও পড়ুন:  Narendra Modi's USA Visit: মোদীর মার্কিন সফরে বিক্ষোভ দেখান, প্রবাসী ভারতীয়দের আর্জি রাকেশ টিকায়েতের

বুধবার নানগরহরের পূর্ব দিকে পরপর কতগুলি বিস্ফোরণ হয়। যার জেরে ৫ জনের মৃত্যু হয়। স্থানীয়দের কথায়, বুধবার নানগরহরে পরপর ৪টি বিস্ফোরণ (Blast) হয়। তার জেরে যেমন ৫ জনের মৃত্যু হয়, তেমনি বেশ কয়েকজন আহতও হন। বুধবারের বিস্ফোরণের পর শুক্রবার কীভাবে আরও ৩টি দেহ উদ্ধার হয়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।