Turkey Earthquake: চতুর্থ বড় কম্পন তুরস্কে, ভূমিকম্পে মৃত্যু ৪ হাজার ছাড়াল

ফের কেঁপে উঠল তুরস্ক। মঙ্গলবার সকালে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানাল মধ্য তুরস্ক।

Turkey Earthquake. (Photo Credits: Twitter)

ফের কেঁপে উঠল তুরস্ক। মঙ্গলবার সকালে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানাল মধ্য তুরস্ক। এর পাশপাশি কিছু জায়গা থেকে মৃদু আফটার শক কম্পনের খবর তো আসছেই। তুরস্ক, সিরিয়ায় অতি শক্তিশালী ভূমিকম্পের ফলে মৃত্যুমিছিল আরও দীর্ঘ হচ্ছে। সংবাদসংস্থা এপি জানাচ্ছে, এই দুই দেশে ভূমিকম্পের ফলে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। উদ্ধারকাজ এখনও জোরকদমে চলেছে। এখনও অনেক দেহ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছে বলে আশঙ্কা। তুরস্কে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট তাইইপি এর্দোগান।

১৯৩৯ সালের পর এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প তুরস্কে। তুরস্ক, সিরিয়ার পাশাপাশি লেবানন, সাইপ্রাসের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর সিরিয়ায় যে অংশে ভূমিকম্পের সবচেয়ে বেশী প্রভাব পড়ে বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে শতাধিক মানুষ ধ্বংসস্তুপের তলায় চাপা পড়ে আছেন বলে আশঙ্কা। প্রাথমিক ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহরের ২৬ কিলোমিটার পূর্বে ১৭.৯ কিলোমিটার গভীরে।

দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

প্রথম দফায় ভূমিকম্পটি আঘাত হানার ১১ মিনিট পর আরও একটি ভূমিকম্প আঘাত হানে তুরস্কের কেন্দ্রীয় অঞ্চলের একটি এলাকায়। সোমবার ভোরে প্রথমে ৭.৮। তারপর মিনিট দশেক বাদে দ্বিতীয়টা ৬.৬। তারপর সন্ধ্যার দিকে তৃতীয় কম্পন ৭.৬ মাত্রার। ১৬ ঘণ্টার ব্যবধানে তিনবার বড় মাপের কম্পন অনুভূত হ/ তুরস্ক, সিরিয়ায়।