Monkeypox: কোভিডের থাবা কাটতে না কাটতেই বিশ্বের ১৯টি দেশে থাবা বসাল মাঙ্কিপক্স

কোভিডের আতঙ্ক পুরোপুরি কাটেনি গোটা বিশ্ব জুড়ে। তার মধ্যেই মাঙ্কিপক্স যেভাবে সংক্রমণ বড়াতে শুরু করেছে, তা নিয়ে চিন্তায় প্রায় গোটা বিশ্বের মানুষ। আফ্রিকার পর ইউরোপ এবং আমেরিকায় ছড়াচ্ছে মাঙ্কিপক্সের আতঙ্ক।

Monkeypox (Photo Credit: File Photo)

একটু একটু করে বাড়ছে মাঙ্কিপপক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বের ১৯টি দেশে ছড়িয়েছে  মাঙ্কিপক্স। পাশাপাশি ১৯টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ১৩১ জন। আরও ১০৬ জনের শরীরে মাঙ্কিপক্সের জীবাণু থাকতে পারে বলে মনে করেছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্সের সংক্রমণ ক্রমশ বাড়লেও, তা নিয়ন্ত্রণ সম্ভব বলেই মনে করছে হু। অনিয়ন্ত্রিত যৌন জীবন মাঙ্কিপক্সের সংক্রমণের সম্ভাবনা দ্বিগুণ করতে পারে বলে জারি করা হয়েছে সতর্কতা। শুধু তাই নয়, সম্প্রতি স্পেন এবং বেলজিয়ামে রেভ পার্টিতে অনিয়ন্ত্রিত যৌন আচরণের জেরেই মাঙ্কিপক্সের সংক্রমণ ইউরোপের ওই দুটি দেশে বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

কোভিডের (COVID 19) আতঙ্ক পুরোপুরি কাটেনি গোটা বিশ্ব জুড়ে। তার মধ্যেই মাঙ্কিপক্স যেভাবে সংক্রমণ বড়াতে শুরু করেছে, তা নিয়ে চিন্তায় প্রায় গোটা বিশ্বের মানুষ।

আরও পড়ুন:  Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত প্রায় ৬.৫ লক্ষ মানুষ, গত ২৪ ঘণ্টায় মৃত ২

প্রসঙ্গত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় (Africa)  মাঙ্কিপক্স অতিমারির আকার নিয়েছে। আফ্রিকার পর ইউরোপের (Europe) একাধিক দেশেও বাড়ছে সংক্রমণ। আমেরিকাতেও দেখা দিয়েছে মাঙ্কিপক্স। সবকিছু মিলিয়ে কোভিড আতঙ্কের মাঝে এবার নতুন করে থাবা বসাচ্ছে এই ভাইরাস।