Monkeypox Outbreak: আমেরিকা থেকে কানাডা, ইংল্যান্ড থেকে স্পেন দ্রুত ছড়াচ্ছে মাঙ্কিপক্স

মাঙ্কিপক্সের মতো (Monkeypox Outbreak) বিরল ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে আমেরিকায়।আক্রান্ত ব্যক্তি সম্প্রতি কানাডা থেকে ফিরেছেন।

Representative Image( Pic Credit-ANI)

মাঙ্কিপক্সের মতো (Monkeypox Outbreak) বিরল ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে আমেরিকায়।আক্রান্ত ব্যক্তি সম্প্রতি কানাডা থেকে ফিরেছেন। বুধবার ম্যাসচুসেটসের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী একজন প্রাপ্ত বয়স্কর শরীরে মাঙ্কি পক্স ভাইরাস মিলেছে। বুধবার আক্রান্তের যাবতীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।

কানাডার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, সেদেশে এখনও পর্যন্ত ১৩ জনের শরীরে মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে। ইংল্যান্ডের মাঙ্কিপক্সে আক্রান্তরা কেউ আফ্রিকা ফেরত নন। স্পেন এবং পর্তুগালে ৪০ জনের শরীরে মাঙ্কিপক্স ভাইরাস মিলেছে। আক্রান্তরা মাদ্রিদ ও লিসবনের বাসিন্দা। যৌনমিলনের থেকেও এই সংক্রমণ ছড়িয়েছে এমনটা মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মাঙ্কিপক্স, যা বেশিরভাগ পশ্চিম এবং মধ্য আফ্রিকায় দেখা যায়, এটি মানুষের গুটিবসন্তের মতো একটি বিরল ভাইরাল সংক্রমণ। এটি প্রথম ১৯৭০ সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে পাওয়া গিয়েছিল। পশ্চিম আফ্রিকায় গত এক দশকে আক্রান্তের সংখ্যা বেড়েছে।