Monkeypox Outbreak: মাঙ্কিপক্সের থাবায় আমেরিকা, সংক্রামিত ৭২

মার্কিন মুলুকে হু হু করে ছড়াচ্ছে। সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সর্বশেষ তথ্য অনুসারে ৭২ জন এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে (Monkeypox Outbreak) আক্রান্ত।

MonkeyPox

লস অ্যাঞ্জেলস, ১৬ জুন: মার্কিন মুলুকে হু হু করে ছড়াচ্ছে। সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সর্বশেষ তথ্য অনুসারে ৭২ জন এখনও পর্যন্ত মাঙ্কিপক্সে (Monkeypox Outbreak) আক্রান্ত। ১৮টি রাজ্যে ছড়িয়েছে মাঙ্কিপক্স। শুধুমাত্র ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কে মিলিয়ে আক্রান্ত ৩০ জন। আরও পড়ুন-Delhi: রাতভর ভারী বর্ষণে জলমগ্ন দিল্লি, দেখুন ভিডিও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে অর্থোপক্স ও মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে মনে করা হচ্ছে, এমন সংখ্যা শতাধিক। এদিকে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে দেশজুড়েই চিকিৎসা সহায়কের সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের সম্পর্কে সাবধান হতে বলা হচ্ছে। তাঁদের সাম্প্রতিক বিদেশ ভ্রমণ ও অসুস্থতা বিষয়ক যাবতীয় তথ্য নখদর্পণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।