Modi-Zelenskyy: ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে ফোনালাপ মোদির, কথা হল জি২০ ও শান্তি প্রতিষ্ঠা নিয়ে

সোমবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির ফোনে বেশ কিছুক্ষণ কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি ও ভলোদিমির জেলেনস্কি (Photo Credits: PTI | Facebook)

নয়াদিল্লি: রাশিয়ার (Russia) সঙ্গে ইউক্রেনের (Ukraine) যুদ্ধ (War) শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে শান্তি (Peace) প্রতিষ্ঠার সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত (India)। এখনও পর্যন্ত তাতে সফলতা না এলেও চেষ্টায় কোনও খামতি নেই মোদি সরকারের। এর মাঝেই সোমবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির (Ukraine's President Volodymyr Zelenskyy) ফোনে বেশ কিছুক্ষণ কথা (telephone conversation) বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতি (G20 presidency) হওয়ার জন্য জেলেনস্কি মোদিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার (peace efforts) জন্য ভারতকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য অনুরোধ করেন বলে জানা গেছে।

এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যেকোনও ধরনের শান্তি প্রক্রিয়ার জন্য ভারত ইউক্রেনকে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন বলে সূত্রের খবর। পাশাপাশি প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে মানবিক সহায়তা দানের বিষয়েও।

জানা গেছে, জি২০ প্রেসিডেন্সির জন্য জেলেনস্কি আন্তরিকভাবে মোদিকে অভিনন্দন জানানোর পর ভারতের প্রধানমন্ত্রীও এই বিষয়ে ভারতের প্রধান গুরুত্ব কী তা ইউক্রেনের রাষ্ট্রপতির কাছে খোলসা করেছেন। জানিয়েছেন যে জি২০ সভাপতি হিসেবে ভারত উন্নয়নশীল দেশগুলিতে খাদ্য ও শক্তির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।

দুই নেতার আলোচনায় দুদেশের সম্পর্ককে কীভাবে আরও দৃঢ় করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুটি দেশই সুযোগ কাজে লাগতে পারে তা নিয়ে কথা বলেছেন তাঁরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বছরের প্রথমে ইউক্রেন থেকে চলে আসা ভারতীয় পড়ুয়াদের (Indian student) শিক্ষার বিষয়ে যাতে জেলেনস্কি উপযুক্ত ব্যবস্থা নেন তার জন্য অনুরোধ করেন বলেও সংবাদমাধ্যম সূত্রে খবর। আরও পড়ুন: ICEA: ২০২৩-এর মধ্যেই ভারতে 5G সুবিধা থাকবে ৭৫-৮০ শতাংশ নতুন স্মার্টফোনে



@endif