Modi in Abu Dhabi: প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সৌদিতে 'আহলান মোদী’ অনুষ্ঠান, প্রবাসীদের কণ্ঠে 'বন্দেমাতরম'
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন সৌদিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়। 'আহলান মোদী' অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৫০ হাজারের বেশি দেশের প্রবাসী ভারতীয়রা।
অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) উদ্বোধন যেমন এক স্মরণীয় ঘটনা তেমনই সৌদি আরবে প্রথম হিন্দু মন্দির প্রতিষ্ঠা এক ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। সৌদিতে BAPS মন্দির উদ্বোধন করতে মঙ্গলবার আবু ধাবি পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi in Abu Dhabi)। এদিকে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) স্বাগত জানাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন সৌদিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়। 'আহলান মোদী’ (Ahlan Modi) অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের প্রবাসী ভারতীয়রা। শাড়ি, গয়না পরে দেশের ঐতিহ্যকে বিদেশে মেলে ধরেছেন প্রবাসী মহিলারা। মোদীর আগমনে গাইলেন, 'বন্দেমাতরম'।
মোদীকে (Modi in Abu Dhabi) অভ্যর্থনা জানাতে আবু ধাবির জায়েজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আয়োজিত হয়েছে 'আহলান মোদী' অনুষ্ঠানটি। যেখানে অংশগ্রহণ করেছেন ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত। এদিন সন্ধ্য্যে ৬টা নাগাদ স্টেডিয়ামে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।
আরও পড়ুনঃ ১৪ ফেব্রুয়ারি আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেখুন ভিডয়ো...
প্রধানমন্ত্রী তাঁর এই দুদিনের সৌদি সফরে প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নিহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন। ১৪ তারিখ হবে সৌদির প্রথম হিন্দু মন্দির BAPS এর উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদির প্রেসিডেন্ট যৌথভাবে মন্দির উদ্বোধন করবেন।