Missing Indian student found dead in Ohio: ফের মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যু! অপহরণ করে হত্যার আশঙ্কা পরিবারেরে

Representational Image (Photo Credits: PTI)

নিউ ইয়র্ক, ৯ এপ্রিল: একমাস নিখোঁজ থাকার পর অবশেষে নিউ ইয়র্কের ওহিও (Ohio) থেকে উদ্ধার হল ভারতীয় ছাত্রের মৃতদেহ। জানা যাচ্ছে মহম্মদ আব্দুল আরফাত নামে ওই যুবককে গত ৭ মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁর খোঁজে সন্ধান চালাচ্ছিল স্থানীয় পুলিশ। অবশেষে গত মঙ্গলবার ওহিও থেকে দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ হওয়ার পর মুক্তিপণের জন্য আরফাতের পরিবারের কাছে ফোন আসে। ১২০০ মার্কিন ডলার মুক্তিপণ চাওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা পরিবার দিতে না পারায় ছাত্রটিকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা কে বা কারা যুক্ত তার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে পরিবারের তরফ থেকে এই ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হচ্ছে। তবে শুধু এটাই প্রথম ঘটনা নয়। এর আগে ওহিওতে উমাসত্য গাড্ডে নামে এক পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই বছরের শুরুতে সইদ মাজহির আলি নামে এক যুবকের ওপর শিকাগোতে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতি। সবমিলিয়ে মার্কিন মুলুকে আতঙ্কে রয়েছে ভারতীয় পড়ুয়ারা