Miss USA 2019 Cheslie Kryst: মিস ইউনিভার্সের মঞ্চ থেকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুন্দরী মডেল, রহস্যের মোড়কে মৃত্যু

ক্রিস্টের মৃত্যুর পর যখন পুলিশ তদন্ত শুরু করে, সেই সময় তাঁর শেষ ইনস্টা পোস্ট সামনে আসে। যেখানে নিজের ছবির সঙ্গে ওই ক্যাপশন যোগ করতে দেখা যায় তাঁকে। ক্রিস্টের মৃত্যুর জন্য কে বা কারা দায়ি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

Cheslie Kryst (Photo Credit: Instagram)

নিউ ইয়র্ক, ৩১ জানুয়ারি:  মাত্র ৩০-এই নিজের জীবন শেষ করে দিলেন। নিই ইয়র্কের (New York)  মনহাটনের এক উঁচু বাড়ি থেকে ঝাঁপ দিয়ে নিজেরকে শেষ করে দেন প্রাক্তন মিস ইউএসএ সিজলি ক্রিস্ট ( Cheslie Kryst)। কেন বা কী কারণে এই সুন্দরী মডেল নিজের জীবন শেষ করে দিলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে মৃত্যুর আগে ক্রিস্টের ইনসটাগ্রাম পোস্টা সবার নজর কাড়তে শুরু করেছে এবার। যেখানে ক্রিস্ট লেখেন, 'এই দিনটাই হয়ত তোমার জীবনে শান্তি এবং সুস্থিতি বয়ে নিয়ে আসবে।'

 

 

View this post on Instagram

 

ক্রিস্টের মৃত্যুর পর যখন পুলিশ তদন্ত শুরু করে, সেই সময় তাঁর শেষ ইনস্টা পোস্ট সামনে আসে। যেখানে নিজের ছবির সঙ্গে ওই ক্যাপশন যোগ করতে দেখা যায় তাঁকে। ক্রিস্টের মৃত্যুর জন্য কে বা কারা দায়ি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:  Mouni Roy Wedding: সঙ্গীতে প্রাণ খুলে নাচছেন মৌনী রায়, দেখুন ভিডিয়ো

২০১৯ সালে মিস ইউএসএ-র খেতাব জয় করেন সিজলি ক্রিস্ট। মিস ইউএসএ খেতাব জয়ের ৩ বছরের মধ্যে কেন ওই মার্কিন মডেল এই ধরণের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে। প্রসঙ্গত এবারের মিস ইউনিভার্সের মঞ্চে হরনাজ সান্ধুর Harnaaz Sandhu) সঙ্গেও দেখা যায় প্রয়াত মিস ইউএসএকে।