IPL Auction 2025 Live

Michigan School Shooting Verdict: মিশিগানে স্কুলে গণহত্যা মামলায় প্রথমবার মার্কিন মুলুকে কারাদণ্ড বন্দুকধারীর বাবা-মায়ের

২০২১ সালের ৩০ নভেম্বর ১৫ বছর বয়সী ওই কিশোর তার ব্যাকপ্যাক থেকে একটি হ্যান্ডগান বের করে গুলি চালাতে শুরু করে। ১৭ বছর বয়সী ইথান খুন ও অন্যান্য অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন

Ethan Crumbley & His Parents (Photo Credits: @crimewithbobby/ X)

গত ২০২১ সালে বিপদ ঠেকানোর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মিশিগানের একটি স্কুলে বন্দুকধারীর বাবা-মাকে কমপক্ষে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। জেনিফার ও জেমস ক্রাম্বলেই (Jennifer and James Crumbley) প্রথম বাবা-মা যাকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউটররা বাড়িতে একটি অসুরক্ষিত বন্দুক এবং কিশোরের মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতার প্রমাণ উপস্থাপনের পরে তাদের অনিচ্ছাকৃত মানুষ হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গিয়েছে বন্দুকধারী ছাত্র ইথান ক্রাম্বলে (Ethan Crumbley) অঙ্কের অ্যাসাইনমেন্টে উত্তরের বদলে একটি বন্দুক, একটি গুলি এবং একজন আহত ব্যক্তির ছবি আঁকে। অক্সফোর্ড হাই স্কুলের স্টাফরা এই বিষয়ে কথা বলার জন্য ক্রাম্বলে দম্পতিকে ডাকলে কেউ সেখানে আসতে আগ্রহ দেখাননি। পরে ২০২১ সালের ৩০ নভেম্বর ১৫ বছর বয়সী ওই কিশোর তার ব্যাকপ্যাক থেকে একটি হ্যান্ডগান বের করে গুলি চালাতে শুরু করে। ১৭ বছর বয়সী ইথান খুন ও অন্যান্য অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। Missing Indian student found dead in Ohio: ফের মার্কিন মুলুকে ভারতীয় ছাত্রের মৃত্যু! অপহরণ করে হত্যার আশঙ্কা পরিবারের

বিচারক শেরিল ম্যাথিউস বলেন যে এই শাস্তি খারাপ অভিভাবকত্বকে বিচার করার জন্য নয়। এই রায় দেওয়া হয়েছে কারণ বারবার একই জিনিস হচ্ছে এবং সেক্ষেত্রে অভিভাবকত্বের অভাব বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি বলেন, 'সুযোগ বারবার কড়া নেড়েছে - আরও জোরে এবং জোরে - এবং উপেক্ষা করা হয়েছে। কেউ উত্তর দেয় নি।' ক্রাম্বলেদের উকিল কারাদণ্ড থেকে রেহাই দেওয়ার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে তারা গ্রেপ্তারের পরে প্রয়োজনীয় ৫ লক্ষ ডলারের বন্ড দিতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যে প্রায় ২ বছর কারাগারে কাটিয়েছেন।

তবে বিচারক সেই কথা খারিজ করে দেন, এখন ক্রাম্বলেরা ১০ বছর কারাগারে থাকার পরে প্যারোলের জন্য যোগ্য হবেন। মার্কিন আইন অনুসারে এরপর কারাগারের সময়ের জন্য ক্রেডিট পাবেন তাঁরা তবে, প্যারোল প্রত্যাখ্যান করা হলে তাদের ১৫ বছরের বেশি আটকে রাখা যাবে না। সাজা ঘোষণার আগে, নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা বিচারকের কাছে ১০ বছরের মেয়াদ চান এবং ঘাতকের বাবা-মার ব্যর্থতার নিন্দা করেন যাদের স্বার্থপরতার কারণে চারজন মারা গেছেন। আদালতে প্রসিকিউটররা এই বিষয়ে সহমত পোষণ করে বলেন যে বাবা-মা উভয়ে নজর দিলে এই বিপর্যয় থামাতে পারতেন।