Mega Earthquake Warning In Japan: প্রবল ভূমিকম্পের সতর্কতা, ৯ মাত্রার Mega Earthquake-এ খেলনার মত গুড়ো হতে পারে বাড়িঘর, রাস্তাঘাট
সম্প্রতি ছোট ছোট একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এই ছোট ছোট ভূমিকম্পগুলিই কি ভয়ানক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
এবার ভয়াবহ ভূমিকম্পের (Earthquake) সতর্কতা জারি করা হল। জাপান (Japan) উপকূলে আছড়ে পড়তে পারে 'মেগা আর্থকোয়েক' (Mega Earthquake Warning)। এমনই সতর্কতা জারি করা হয়েছে জাপানের আবহাওয়া দফতরের তরফে। সতর্কতা বার্তায় জানানো হয়, জাপান উপকূল কেঁপে উঠতে পারে ৮ থেকে ৯ মাত্রার প্রবল ভূমিকম্পে। ফলে জাপানের মানুষ যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে আগেভাগেই জানানো হয় JMA অর্থাৎ জাপানের আবহাওয়া দফতরের তরফে।
সম্প্রতি ছোট ছোট একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এই ছোট ছোট ভূমিকম্পগুলিই কি ভয়ানক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
দেখুন ট্যুইট...
প্রসঙ্গত বৃহস্পতিবার ৭.১ মাত্রার কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ জাপান। যার জেরে জারি করা হয় সুনামি সতর্কতা। জাপানের মিয়াজকি শহরে প্রবল কম্পনের জেরে বার বার দুলে উঠতে শুরু করে গাড়ি। সেতুগুলিও খেলনার মত থরথর করতে শুরু করে। তবে ক্ষয়ক্ষতির তেমন কোনও ছবি স্পষ্ট হয়নি। এই সম্মিলিত ছোট মাপের কম্পনের পরই ৮, ৯ মাত্রার প্রবল ভূমিকম্পে জাপান কেঁপে উঠতে পারে বলে আশঙ্কা গবেষকদের।