China Skyscraper Fire: চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আকাশছোঁয়া আগুনের ভিডিও ভাইরাল, দেখুন

চিনের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্য চিনের ছাংসায় এক বহুতলে ভয়বাহ অগ্নিকাণ্ডের পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

Fire, Representational Images(Photo Credit: File Photo)

চিনের এক বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। মধ্য চিনের ছাংসায় এক বহুতলে ভয়বাহ অগ্নিকাণ্ডের পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। বহুতলের ১৮তলায় প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপর আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে। অন্তত ১২টি তলা থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। সেই সময় বহুতটিতে কতজন মানুষ ছিলেন তা এখনও জানা যায়নি।

বহুতলে আগুন নেভাতে যুদ্ধকালীন ততপরতায় নামতে দেখা যায় দমকল কর্মীদের। কিন্তু এত উপরের ভয়াবহ আগনুকে কিছুতেই বাগে আনা যাচ্ছিল না। আরও পড়ুন-'পাগলা ঝড়, 'জল বোমায়'-এ ইতালিতে সাত জনের মৃত্যু

দেখুন বহুতলে আগুনের ভিডিও