Marburg Virus Outbreak in Rwanda: ইবোলার মত প্রাণঘাতী মারবার্গ ভাইরাস ছড়াচ্ছে রাওয়ান্ডায়, জার্মানিতেও আক্রান্ত ২
গত ২৭ সেপ্টেম্বর রাওয়ান্ডা মারবার্গ ভাইরাসের খবর প্রকাশ করে। ওইদিন রাওয়ান্ডায় মারবার্গ ভাইরাসের জেরে একদিনে ৬ জনের মৃত্যুর খবর মেলে। এরপরই বিষয়টি নিয়ে মুখ খোলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাওয়ান্ডায় যে ক্রমাগত মার্গবার্গের আতঙ্ক বাড়ছে, তা স্পষ্ট করে দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
দিল্লি, ৪ অক্টোবর: পূর্ব আফ্রিকার (Africa) একটি দেশ রাওয়ান্ডা (Rwanda)। এবার সেই রাওয়ান্ডায় দেখা দিল মারবার্গ ভাইরাস (Marburg Virus)। ইবোলা চরিত্রের এই ভাইরাস ঘিরে রাওয়ান্ডায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে। পূর্ব আফ্রিকার (East Africa) এই দেশে মারবার্গ ভাইরাসে ৩৬ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে রাওয়ান্ডায় মারবার্গের জেরে। মারবার্গের জেরে আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, তত চিন্তার ভাঁজ কপালে পড়ছে। মারবার্গ ভাইরাসে আক্রান্তের কোনও চিকিৎসা এই মুহূর্তে বিশ্বে নেই বলে জানা যাচ্ছে।
এদিকে মারবার্গের কামড় রাওয়ান্ডায় পরার পর এবার তা ডালপালা ছড়িয়েছে জার্মানিতেও। রাওয়ান্ডা থেকে জার্মানিতে ফেরার পর ২ জন মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রাওয়ান্ডা থেকে ফেরার পর হামবুর্গ সেন্ট্রাল স্টেশন থেকে ২ জন ট্রেন ধরলে, তাঁদের জ্বর হয়। সেই সঙ্গে বেশ কিছু উপসর্গ। ডাক্তারি পড়ুয়া এবং তাঁর বান্ধবীকে সঙ্গে সঙ্গে হাসাপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হয়।