Mohamed Muizzu: 'একসঙ্গে কাজ করবো'! লোকসভা নির্বাচনে জয় নিয়ে মোদীকে শুভেচ্ছা জানালেন মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু
ভারতে তৃতীয়বার সরকার গঠন করার পথে বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মঙ্গলবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জয় পেয়েছে এনডিএ। ৫৪২টি আসনের মধ্যে ২৯২টি-তে জয় পেয়েছে এনডিএ। যারমধ্যে ২৪০টি আসনে জয় পেয়েছে বিজেপি। বিজেপি তথা মোদীর এই জয় নিয়ে ইতিমধ্যেই শুভেচ্ছা জানাতে শুরু করেছে বিশিষ্ট ব্যক্তিত্বরা। যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও রয়েছে। এবার শুভেচ্ছা জানালেন মলদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu)। এই মুইজ্জুই নিজের দেশে ক্ষমতায় এসেছিলেন ভারক বিরোধী ও মোদী বিরোধী ক্যাম্পেইনের মাধ্যমে। সে এখন মোদীর সঙ্গে কাজ করতে প্রস্তুত।
বুধবার এক্স হ্যান্ডেলে টুইট করে লেখেন, ভারতে তৃতীয়বার সরকার গঠনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল বিজেপি এবং এনডিএ-র উদ্দেশ্যে শুভকামনা জানাই। আশা করব দুই দেশের উন্নয়নের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো। প্রসঙ্গত, মলদ্বীপে মুইজ্জু ক্ষমতায় আসার পর ভারতীয়দের উদ্দেশ্যে একাধিক অপমানজনক মন্তব্য করেছিল। এমনকী মলদ্বীপের নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনাদের ভারতে পাঠিয়ে দেয় এই মুইজ্জু।
চরম ভারতবিরোধী এই মুইজ্জুর এবার সুর নরম হয়েছে। আসলে মলদ্বীপের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে পর্যটন বিভাগের জন্য। আর ভারতবিরোধী ক্যাম্পেইনের পর এই দেশে আসছেন না কোনও ভারতীয়রা। পাশাপাশি ভিনদেশের নাগরিকদের ভিড়ও খুব কমেছে। যার ফলে টালমাটাল মুইজ্জুর দেশের অর্থনীতি। এই অবস্থায় দেশের পরিস্থিতিকে স্বাভাবিক করতে কার্যত ভারতকে পাশে চায় মহম্মদ মুইজ্জু।