Mahathir Mohamad Hospitalised After Testing COVID-19 Positive: করোনার ছোবলে, হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মহাথির মহম্মদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রাক্তন মহাথির মহম্মদ,(Mahathir Mohamad ) ৯৭ কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন।

Mahathir Mohamad. (Photo Credits: Twitter)

কুয়ালালামপুর, ৩১ অগাস্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রাক্তন মহাথির মহম্মদ,(Mahathir Mohamad ) ৯৭ কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাঁর অফিস সূত্রে খবর প্রাক্তন প্রধানমন্ত্রীকে মেডিক্যাল টিমের পরামর্শে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর বেশি তাঁর অবস্থা সম্পর্কে জানা যায়নি। আরও পড়ুন-Madhya Pradesh Shocker: এল না সরকারি অ্যাম্বুল্যান্স, ঠেলাগাড়িতে চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলেন স্বামী

মহাথির মহম্মদ মালয়েশিয়ায় দুটি ভিন্ন সময়ে প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি ছিলেন একসময়ের সবচেয়ে প্রাচীন নেতা। তাঁর দুটি করোনারি সার্জারি হলেও তিনি শারীরিক ভাবে বলিষ্ঠ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন। তিনি চচলতি বছরে এই হাসপাতালেই অনেকবার ভর্তি হয়েছেন।

তিনি বলেছিলেন যে তিনি শ্বাসকষ্ট ও দেহে লোহিত রক্ত কণিকা কমে যাওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর পেসমেকারও বসে এবং সার্জারির সময় তাঁর ইনফেকশনও হয়ে যায়। তিনি ভেবেছিলেন তিনি মারা যাবেন কিন্তু তিনি সুস্থ হয়ে যান।

মহাথির ২২ বছর ধরে মালয়েশিয়ায় শাসন করেছেন এবং ২০০৩- এ তিনি অবসর নেন। তিনি সরকারী দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং ২০১৮তে সরকারের বিরোধী দলের এক ঐতিহাসিক জয় হয়। ১৯৫৭-এ মালয়েশিয়া স্বাধীন হওয়ার পর এই প্রথম শান্তিপূর্ণ ভাবে সরকারের ক্ষমতা বদল হল।

৯২ বছর বয়সে তিনি বিশ্বের প্রাচীনতম নেতার খেতাব পান। কিন্তু সেটি ২২ মাস স্থায়ী হয়েছিল কারণ তারপরেই তাঁর সরকার থেকে অনেকেই দলত্যাগ করে এবং সরকার ভেঙে যায়। তিনি ২০২০তে একটি নতুন দল গড়েন। এবং পরের বছর এই দলের ভোটে দাঁড়ানোর কথা ছিল। মহাথির অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ইন্টারভিউতে বলেছেন, "আমি যদি শক্তিশালী হই, আমি যদি স্বাস্থ্যবান হই, তাঁরা যদি আমায় ভোটে দাঁড়াতে দেখতে চায় তাহলে আমি অবশ্যই ভোটে দাঁড়াব।"

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী 

 

 



@endif