Hamas Chief Sinwar Death: বিপ্লবীদের হত্যা করতে পারবেন, কিন্তু বিপ্লবকে নয়, হামাস প্রধানের মৃত্যু নিয়ে গান্ধিজীর মতাদর্শ উল্লেখ লেবাননের রাষ্ট্রদূতের
গত বৃহস্পতিবারই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েল। খোদ প্রধানমন্ত্রী এই খবর নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবারই হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের (Yahya Sinwar) মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েল। খোদ প্রধানমন্ত্রী এই খবর নিশ্চিত করেছেন। তবে হামাস, ইরান বা হেজবুল্লা এখনও পর্যন্ত সিনওয়ারের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করেনি। ইসমাইল হানিয়ার মৃত্যুর পর দু'মাস হল সিনওয়ারকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়ছিল। আর তারপরেই সম্প্রতি গাজায় ক্ষেপনাস্ত্র হামলা চালিয়ে তাঁকে খতম করে ইজরায়েলি সেনা। যদিও এই ঘটনা নিয়ে লেবাননের ভারতীয় রাষ্ট্রদূত স্পষ্ট জানিয়েছেন, এভাবে প্যালেস্তিনিদের বিপ্লব আটকানো যাবে না। এবং তাঁদের পাশে থাকার কথাও নিশ্চিত করেছে লেবানন।
এদিন ডঃ রাবি নার্শ (Dr Rabie Narsh) বলেছেন, আমার কাছে এই সংক্রান্ত সেরকম কোনও তথ্য নেই। কিন্তু আমি গান্ধীজির একটি মতামত উল্লেখ করে বলব যে, বিপ্লবীদের আপনি শেষ করে দিতে পারেন কিন্তু বিপ্লবকে কখনই শেষ করা যাবে না। পৃথিবীতে এমন কোনও কারণ নেই যা এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। সিনওয়ারই হামাসের একমাত্র নেতা নন যাকে হত্যা করা হয়েছে, বরং ইজরায়েলের বিরুদ্ধে অসংখ্য প্যালেস্তিনি প্রতিদিন নিজের জীবন দিচ্ছেন। প্যালেস্তাইনের নাগরিকরা প্রতিদিন নিজেদের অধিকার, অস্তিত্ব, ভবিষ্যত ও স্বাধীনতার জন্য লড়াই করছে।
গত বছর অক্টোবরে ইজরায়েলে হামলার চালিয়েছিল হামাস। তারপর থেকেই হামাসকে মূলশুদ্ধু উপড়ে ফেলতে বদ্ধ পরিকর ইজরায়েল। হামাসের ওই হামলার মাস্টারমাইন্ড বা কমান্ডার ছিল এই সিনওয়ারই। হানিয়াকে ইরানে গিয়ে মেরে এসেছিল ইজরায়েলি সেনা। তারপর থেকেই হামাস ও ইজরায়েলের যুদ্ধে ইরান ও লেবানন যুক্ত হয়ে যায়।