Lebanon: ভয় ধরছে হেজবুল্লার, পেজার বিস্ফোরণের পর জঙ্গি আস্তানায় ফাটছে ওয়াকি-টকি
লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০০ জন আহত। মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শেষকৃত্যের সময় হঠাৎ করেই ওয়াকি-টকি ফাটতে শুরু করে।
দিল্লি, ১৮ সেপ্টেম্বর: পেজার বিস্ফোরণের (Pager blast) পর এবার ফাটতে শুরু করল ওয়াকি-টকি। লেবাননের (Lebanon) রাজধানী বেরুইটে হেজবুল্লার (Hezbollah) যে সমস্ত শক্ত ঘাঁটি রয়েছে, সেখানে ওয়াকি-টকি ফাটতে শুরু করে। ইরান (Iran) সমর্থিত জঙ্গি গোষ্ঠীর পেজার বিস্ফোরণের পর একদিন অতিক্রান্ত হতে না হতেই এবার ওয়াকি-টকি বিস্ফোরণে কেঁপে উঠতে শুরু করে হেজবুল্লার ঘাঁটি। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য।
সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, লেবাননে হেজবুল্লার ঘাঁটিতে ওয়াকি-টকি বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০০ জন আহত। মঙ্গলবারের বিস্ফোরণে নিহতদের শেষকৃত্যের সময় হঠাৎ করেই ওয়াকি-টকি ফাটতে শুরু করে।
আরও পড়ুন: Hezbollah: বেরুইটে হেজবুল্লার শক্ত ঘাঁটিতে বিস্ফোরণ, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত মঙ্গলবারের পেজার বিস্ফোরণের জেরে ১২ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে আহত হন প্রায় ৩ হাজার মানুষ। এমনই জানানো হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এদিকে বুধবার পেজার বিস্ফোরণের আগে দক্ষিণ লেবাননে রকেট হামলা চালায় ইজরায়েলি সেনা। তারপরই একের পর এক বিস্ফোরণের খবর মিলতে শুরু করে।