Vladimir Putin-Donald Trump: ট্রাম্পকে নিয়ে চুপ পুতিন, ইউক্রেন নিয়ে আমেরিকার সঙ্গেও যুদ্ধের কড়া ইঙ্গিত রাশিয়ার?
সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বের তাবড় নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান ট্রাম্পকে। ভবিষ্যতে ভারত এবং আমেরিকা ফের একসঙ্গে কাজ করবে বলেও বন্ধু প্রেসিডেন্টকে জানান মোদী।
দিল্লি, ৭ নভেম্বর: ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) শুভেচ্ছা জানাবেন কি না, সে বিষয়ে তাঁর কিছু জানা নেই। এমনই মন্তব্য করলেন ক্রেমলিনের (Kremlin) মুখপাত্র দিমিত্রি পেসকভ। কমলা হ্যারিসকে পরাজিত করে সবে সবে আমেরিকার নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে বিশ্বের তাবড় নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান ট্রাম্পকে। ভবিষ্যতে ভারত এবং আমেরিকা ফের একসঙ্গে কাজ করবে বলেও বন্ধু প্রেসিডেন্টকে জানান মোদী (Narendra Modi)। এমন সময় ট্রাম্পকে পুতিন শুভেচ্ছা জানাবেনকি না, রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক কোন পথে এগোবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। তবে পুতিন শুভেচ্ছা জানালেন কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা। যে বিষয়ে তিনি কিছু জানেন না বলে স্পষ্ট মন্তব্য করা হয় ক্রেমলিনের তরফে।
এরপরই পসকভ আরও বলেন, আমেরিকা তাংদের শত্রু দেশ। যারা ইউক্রেনের সঙ্গে তাঁদের প্রতিপক্ষকে সাহায্য করছে। তাই আমেরিকার সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত না হলেও, তাদের শত্রু দেশ। অর্থাৎ বাইডেন গিয়ে ট্রাম্প নির্বাচিত হলেও, মার্কিন মুলুকের সঙ্গে মস্কোর সম্পন্নের বুনন কতটা সাবলীল হবে, সে বিষয়ে পেসকভ ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিয়েছেন।
পাশাপাশি আমেরিকার নেতৃত্বের উপর নির্ভর করবে, রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে। তাই রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ক্রেমলিনের তরফে।