Khalistani Terrorist Killing: ভারতে খালিস্তানি জঙ্গিদের আশ্রয় দেওয়া ব্যক্তিকে কানাডায় প্রবেশের অনুমতি দিলেন ট্রুডো, রিপোর্ট

কমলজিৎ রাম নামে ওই ব্যক্তি খালিস্তানিদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের আন্দোলনকে বিভিন্ন সময়ে মজবুদ করার চেষ্টা করেন। এবার সেই কমলজিৎ রামকে কানাডায় প্রবেশের অনুমতি দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ট্রুডো সরকার আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

Photo Credits: Twitter

দিল্লি, ১২ অক্টোবর: খালিস্তানি জঙ্গিদের বাড়িতে আশ্রয় দেওয়া, তাদের খাওয়ানোর সব ব্যবস্থা করেন, এমনই একজনকে কানাডায় প্রবেশে অনুমতি দিল জাস্টিন ট্রুডো সরকার। কয়েক দশক ধরে শিখ সম্প্রদায়ের এই ব্যক্তি ভারতে খালিস্তানি জঙ্গিদের আশ্রয় দিতেন, তাদের খাওয়াদাওয়ার ব্যবস্থা করতেন। সবকিছু জানা সত্ত্বেও এবার সেই ব্যক্তিকে কানাডায় প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। কমলজিৎ রাম নামে ওই ব্যক্তি খালিস্তানিদের নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের আন্দোলনকে বিভিন্ন সময়ে মজবুদ করার চেষ্টা করেন। এবার সেই কমলজিৎ রামকে কানাডায় প্রবেশের অনুমতি দিয়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন ট্রুডো সরকার আরও কয়েক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ইস্যুতে সম্প্রতি আমেরিকায় কানাডার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এস জয়শঙ্কর। সরকারিভাবে বিদেশমন্ত্রীর বৈঠকের কথা না প্রকাশ্যে আনা হলেও, এবার কমলজিৎ রামকে কানাডায় প্রবেশের অনুমতির সংবাদ প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়।