Khalistani Terrorist Killing: খালিস্তানি নিজ্জরের খুন নিয়ে মন্তব্য করলেও, মানবাধিকার কর্মী করিমা বালোচের মৃত্যু নিয়ে ট্রুডো চুপ কেন, উঠছে প্রশ্ন
পাকিস্তানি সেনা বাহিনী কীভাবে বালোচিস্তানের মানুষের উপর অত্যাচার করছে, সেই অভিযোগে করিমা বালোচ দেশ ছেড়ে কানাডায় বসবাস শুরু করেন। পাকিস্তান কীভাবে জঙ্গিদের সঙ্গে সহাবস্থান করছে, সেই অভিযোগে এবং সে দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টরন্টোতে বসবাস শুরু করেন করিমা বালোচ।
দিল্লি, ২৫ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে উত্তাপ বাড়ছে। খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে একাধিক মন্তব্য করতে শোনা গেলেও, বালোচিস্তানের মানবাধিকার কর্মী করিমা বালোচের মৃত্যু নিয়ে তিনি অদ্ভুদভাবে চুপ। ২০২০ সালে কানাডার টরন্টোতে খুন হন করিমা বালোচ। করিমার মৃত্যুর পর বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলেও, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেভাবে কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি।
পাকিস্তানি সেনা বাহিনী কীভাবে বালোচিস্তানের মানুষের উপর অত্যাচার করছে, সেই অভিযোগে করিমা বালোচ দেশ ছেড়ে কানাডায় বসবাস শুরু করেন। পাকিস্তান কীভাবে জঙ্গিদের সঙ্গে সহাবস্থান করছে, সেই অভিযোগে এবং সে দেশের সেনা বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে টরন্টোতে বসবাস শুরু করেন করিমা বালোচ। কানাডায় থেকেও নিস্তার পাননি করিমা। টরন্টোতে খুন হন বালোচিস্তানের এই বছর ৩৭-এর মানবাধিকার কর্মী।
বালোচিস্তানের মানবাধিকার কর্মী করিমা বালোচের মৃত্যু কীভাবে হল, সে বিষয়ে তেমন কোনও তদন্ত করেননি জাস্টিন ট্রুডো। উপরন্তু করিমা বালোচের মৃত্যু নিয়েও তাঁকে অদ্ভুদভাবে চুপ থাকতে দেখা যায়। এবার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।