Khalistani Terrorist Gurpatwant Singh Pannun: কানাডার নিরাপত্তা রক্ষীদের হেফাজতে থেকে ভারতকে হুমকি খালিস্তানি জঙ্গি পান্নুনের, চুপ ট্রুডো সরকার
খালিস্তানি জঙ্গির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও তা নিয়ে চুপ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রসঙ্গত কানাডায় বসবাসকারী হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
দিল্লি, ২০ সেপ্টেম্বর: এবার ফের ভারতের বিরুদ্ধে ফের সুর চড়াল খালিস্তানি সংগঠন। খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন একটি নয়া ভিডিয়ো প্রকাশ করে সেখানে ভারতের বিরুদ্ধে সুর চড়ায়। ওট্টাওয়া, ভ্যাঙ্কুভার এবং টরন্টোতে যে ভারতীয় আধিকারিকদের অফিস রয়েছে, সেখান হামলা চালানো হবে বলে হুমকি দেয় ওই খালিস্তানি জঙ্গি। কানাডায় থেকে সেখানকার নিরাপত্তা রক্ষীদের হেফাজতে পান্নুন সুর চড়ায় ভারতের বিরুদ্ধে। ২৫ সেপ্টেম্বর কানাডার ভারতীয় দূতাবাসে হামলা চালানো হবে বলেও হমকি দেয় পান্নুন।
খালিস্তানি জঙ্গির ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরও তা নিয়ে চুপ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রসঙ্গত কানাডায় বসবাসকারী হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যদিও দিল্লির তরফে সেই অভিযোগ নস্যাৎ করা হয়। হরদীপ সিং নির্জ্জরের মৃত্যুতে ভারত যোগের যে অভিযোগ করা হচ্ছে, তা অযৌক্তিক বলে স্পষ্ট জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।
ভারতের বিরুদ্ধে ট্রুডো সুর চড়ালেও, কানাডায় বসবাসকারী খালিস্তানি জঙ্গিদের নিয়ে চুপ সে দেশের সরকার।