Khalistani Row: 'নিজ্জর খুনের তদন্তে আরও বেশি করে সহযোগিতা করুক ভারত', দাবি ট্রুডোর

ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি জঙ্গি নিজ্জরকে যেভাবে হত্যা করা হয়েছে, তার তদন্তে ভারত যাতে আরও বেশি করে সহযোগিতা করে, সেই দাবি জানানো হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তরফে।

Justin Trudeau (Photo Credit: Instagram)

দিল্লি, ৩০ নভেম্বর: মার্কিন মুলুকে খালিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র বানচাল করা হয়েছে। আমেরিকার এই দাবির পর নিজ্জর ইস্যুতে ফের মুখ খুলল কানাডা। ব্রিটিশ কলম্বিয়ায় খালিস্তানি জঙ্গি নিজ্জরকে যেভাবে হত্যা করা হয়েছে, তার তদন্তে ভারত যাতে আরও বেশি করে সহযোগিতা করে, সেই দাবি জানানো হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তরফে। নিজ্জর খুনে কে বা কারা দায়ি, তার তদন্তে ভারত এগিয়ে আসুক বলে দাবি করেন জাস্টিন ট্রুডো।

প্রসঙ্গত শিখ ফর জাস্টিসের প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র বানচাল করে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের তরফে এই খবর জানানোর পর ভারত তার তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে কিন্তু নিজ্জর খুনের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করা যাচ্ছে না। নিজ্জর খুনের তদন্তে কানাডা উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করতে পারছে না। সেই কারণে ভারত কোনওভাবে নিজ্জর খুনের তদন্তে ট্রুডো সরকারের সঙ্গে সহযোগিতার হাত বাড়াতে পারছে না বলে জানায় দিল্লি।