Khalistani Row: নিউ ইয়র্কের গুরুদ্বারে ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা খালিস্তানিদের, দেখুন ভিডিয়ো

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের হত্যা এবং এসসএফজি প্রধান গুরপতওয়াত সিং পান্নুনের সম্পর্কে কথা বলতে শোনা যায় বিক্ষোভকারীদের। হরদীপ সিং নির্জ্জর হত্যার বিষয়ে যেমন ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়, তেমনি পান্নুনকেও খুনের পরিকল্পনা করা হচ্ছে বলে খালিস্তানিরা চিৎকার শুরু করে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে।

Indian Envoy (Photo Credit: Twitter)

দিল্লি, ২৭ নভেম্বর: বিদেশে এবার ফের ভারতীয় রাষ্ট্রদূতকে হেনস্থা করল খালিস্তানি সমর্থকরা। তরণজিৎ সিং সান্ধু নামে ভারতের যে রাষ্ট্রদূত রয়েছেন আমেরিকায়, নিউ ইয়র্কে তাঁকে হেনস্থা করা হয় বলে খবর। তরণজিৎ সিং সান্ধু নিউ ইয়র্কের একটি গুরুদ্বারে গেলে, সেখানে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয় বলে রিপোর্টে প্রকাশ। বিজেপির মুখপাত্র আর পি সিং একটি ভিডিয়ো শেয়ার করেন, যেখানে সান্ধুকে নিউ ইয়র্কে হেনস্থা করা হচ্ছে বলে উঠে আসে ছবি।

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের হত্যা এবং এসসএফজি প্রধান গুরপতওয়াত সিং পান্নুনের সম্পর্কে কথা বলতে শোনা যায় বিক্ষোভকারীদের। হরদীপ সিং নির্জ্জর হত্যার বিষয়ে যেমন ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়, তেমনি পান্নুনকেও খুনের পরিকল্পনা করা হচ্ছে বলে খালিস্তানিরা চিৎকার শুরু করে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে।

দেখুন ভিডিয়ো...

 

গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভারতীয় রাষ্ট্রদূত নিউ ইয়র্কের গুরুদ্বারে গেলে, সেখানে তাঁকে হেনস্থার মুখে পড়তে হয় বলে খবর।