Khalistani Row: 'পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের তদন্ত নিয়ে আশাবাদী', ভারতের সহযোগিতার প্রশ্নে মন্তব্য ব্লিনকেনের
বর্তমানে ইজরায়েলের (Israel) রাজধানী তেল আভিভে রয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। তেল আভিভে থাকাকালীন পান্নুনের বিষয়ে প্রশ্ন করা হয় মার্কিন প্রতিনিধিকে। যার উত্তরে ব্লিনকেন জানান, তিনি এ বিষয়ে সঠিকভাবে কিছু জানেন না।
দিল্লি, ১ ডিসেম্বর: খালিস্তানি জঙ্গি (Khalistani Terrorist) গুরপতওয়াত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun ) হত্যার ষড়যন্ত্র কে বা কারা করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবার এমনই জানালেন মার্কিন প্রতিনিধি অ্যান্টনি ব্লিনকেন (Antony Blinken)। বর্তমানে ইজরায়েলের (Israel) রাজধানী তেল আভিভে রয়েছেন অ্যান্টনি ব্লিনকেন। তেল আভিভে থাকাকালীন পান্নুনের বিষয়ে প্রশ্ন করা হয় মার্কিন প্রতিনিধিকে। যার উত্তরে ব্লিনকেন জানান, তিনি এ বিষয়ে সঠিকভাবে কিছু জানেন না। না জেনে কোনও মন্তব্য করা উচিত নয়। পান্নুনকে হত্যার ষড়যন্ত্র কে বা কারা করেছে, সে বিষয়ে ভারতের তরফে যে তদন্ত হচ্ছে, সে বিষয়ে তিনি আশাবাদী। পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের তদন্ত কোন দিকে গড়ায়, সে বিষয়ে তিনি তাকিয়ে রয়েছেন বলে অ্যান্টনি ব্লিনকেন। তবে ভারত এ বিষয়ে যে পদক্ষেপ করেছে, সে বিষয়ে ওয়াশিংটন আশাবাদী বলে জানান অ্যান্টনি ব্লিনকেন।
আরও পড়ুন: Khalistani Row: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে ভারতীয় ব্যক্তি, অভিযোগ আমেরিকার
সম্প্রতি খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। নিজ্জর খুনের পর এসএফজি প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র নিউ ইয়র্কে করা হয় বলে অভিযোগ ওঠে। ভারতীয় নিখিল গুপ্তা নামে এক ব্যক্তি পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ করা হয়। যা নিয়ে তদন্ত শুরু হয়। আমেরিকার পাশাপাশি এই ষড়যন্ত্রের তদন্ত সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে ভারতের তরফেও।