Khalistani Issue: 'তলোয়ার নিয়ে এগিয়ে আসে', কানাডায় খালিস্তানি জঙ্গিরা ভারতীয় হাই কমিশনারের উপর হামলার চেষ্টা চালায়
সংবাদ সংস্থা এএনআই-এর এক সাক্ষাত্কারে, সঞ্জয় ভর্মা জানান, কীভাবে খালিস্তানি দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালাতে সামনে এসে দাঁড়ায়। হাতে তলোয়ার নিয়ে তাঁদের সামনে খালিস্তানি জঙ্গিরা এসে দাঁড়ায়।
দিল্লি, ২৫ অক্টোবর: কানাডায় (Canada) কীভাবে খালিস্তানি জঙ্গিদের (Khalistani Terrorist) বাড়বাড়ন্ত হয়েছে, সেই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন ভারতীয় হাই কমিশনার সঞ্জয় ভার্মা (Sanjay Verma)। ভারতীয় হাইকমিশনার বলেন, খালিস্তানি দুষ্কৃতীরা আলবার্টাতে তাঁর উপর হামলা চালানোর চেষ্টা করে। ওই সময় স্ত্রী ছিলেন তাঁর সঙ্গে। স্ত্রীর সঙ্গেই তাঁর উপর খালিস্তানি জঙ্গিরা হামলার চেষ্টা করে বলে জানান সঞ্জয় ভর্মা।
সংবাদ সংস্থা এএনআই-এর এক সাক্ষাত্কারে, সঞ্জয় ভর্মা জানান, কীভাবে খালিস্তানি দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালাতে সামনে এসে দাঁড়ায়। হাতে তলোয়ার নিয়ে তাঁদের সামনে খালিস্তানি জঙ্গিরা এসে দাঁড়ায়। খালিস্তানি জঙ্গিদের কাছে কৃপান (ধর্মীয় রীতি বহনকারী অস্ত্র) ছিল না। ওরা তলোয়ার নিয়ে তাঁদের উপর হামলা চালানোর চেষ্টা করে বলে ভয়াবহ অভিজ্ঞতা সেয়ার করেন সঞ্জয় ভর্মা।
অস্ত্র নিয়ে বেশ কয়েকবার তাঁদের কাছে এসে দাঁড়ায় খালিস্তানি জঙ্গিরা। প্রায় আড়াই ইঞ্চি লম্বা তলোয়ার নিয়ে খালিস্তানি জঙ্গিরা তাঁর উপর হামলা চালায় বলে জানান সঞ্জয় ভর্মা। সংবাদ সংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে হাজির হয়ে ভারতীয় হাই কমিশনার সঞ্জয় ভর্মা যেভাবে কানাডায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন, তা শুনে চমকে ওঠেন অনেকেই।