Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৭০ লক্ষের উপরে, মৃত্যু মিছিলে শামিল ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন
বিশ্বজুড়ে মহামারী করোনা তার পরিধি বাড়িয়েই চলেছে। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19) এখন ৭.৫ মিলিয়নেরও বেশি। যেখানে মৃতের সংখ্যা প্রায় ৪ লক্ষ ২১ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার সাত সকালের তথ্যানুযায়ী বিশ্বে মোট করোনায় আক্রান্ত ৭৫ লক্ষ ৭৭৭ জন। যেখানে মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন। বিশ্বের মধ্যে সব থেকে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২০ লক্ষ ২২ হাজার ৪৮৮ জন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ১৩ হাজার ৮০৩ জনের। আক্রান্তের সংখ্যায় মার্কিন মুলুকের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে ৮ লক্ষ ২ হাজার ৮২৮ জন কোভিড পজিটিভ।
ওয়াশিংটন, ১২ জুন: বিশ্বজুড়ে মহামারী করোনা তার পরিধি বাড়িয়েই চলেছে। মার্কিন মুলুকের জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট বলছে, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19) এখন ৭.৫ মিলিয়নেরও বেশি। যেখানে মৃতের সংখ্যা প্রায় ৪ লক্ষ ২১ হাজার ছুঁই ছুঁই। শুক্রবার সাত সকালের তথ্যানুযায়ী বিশ্বে মোট করোনায় আক্রান্ত ৭৫ লক্ষ ৭৭৭ জন। যেখানে মৃত্যু মিছিলে শামিল হয়েছেন ৪ লক্ষ ২০ হাজার ৯৯৩ জন। বিশ্বের মধ্যে সব থেকে বেশি করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ২০ লক্ষ ২২ হাজার ৪৮৮ জন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১লক্ষ ১৩ হাজার ৮০৩ জনের। আক্রান্তের সংখ্যায় মার্কিন মুলুকের পরেই রয়েছে ব্রাজিল। সেখানে ৮ লক্ষ ২ হাজার ৮২৮ জন কোভিড পজিটিভ।
এরপর একে একে আসছে রাশিয়া, যেখানে মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ১ হাজার ৮০০ জন। ইংল্যান্ডে মোট আক্রান্ত ২ লক্ষ ৯২ হাজার ৮৬০ জন। এরপরেই রয়েছে ভারত। সেখানে মোট আক্রান্ত এখন ২ লক্ষ ৮৬ হাজার ৬০৫ জন। এরপর স্পেনে মোট কোরনা আক্রান্ত ২ লক্ষ ৪২ হাজার ৭০৭ জন। ইটালিতে ২ লক্ষ ৩৬ হাজার ১৪২ জন। পেরুতে ২ লক্ষ ১৪ হাজার ৭৮৮ জন। ফ্রান্সে ১ লক্ষ ৯২ হাজার ৪৯৩ জন। জার্মানিতে ১ লক্ষ ৮৬ হাজার ৬৯১ জন। ইরানে ১ লক্ষ ৮০ হাজার ১৫৬ জন। তুরস্কতে ১ লক্ষ ৭৪ হাজার ২৩ জন। চিলিতে ১ লক্ষ ৫৪ হাজার ৯২ জন। মেক্সিকোতে ১ লক্ষ ৩৩ হাজার ৯৭৪ জন। পাকিস্তানে ১ লক্ষ ২৫ হাজার ৯৩৩ জন। সৌদি আরবে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ২১ জন। আরও পড়ুন- Rajouri Garden Restaurant: আনলক–ওয়ানে সামাজিক দূরত্বের দফারফা, রেস্তরাঁয় বসল জন্মদিনের পার্টি, চলল হুকার আসর
মৃতের সংখ্যার বিচারে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইংল্যান্ড। সেখানে মোট করোনায় মৃত ৪১ হাজার ৩৬৪ জন। যা ইউরোপ মহাদেশে করোনায় মৃতের সংখ্যার নিরিখে প্রথমে রয়েছে। এরপর ১০ হাজারের উপরে মৃতের তালিকায় এগিয়ে রয়েছে ব্রাজিল। সেখানে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ হাজার ৯১৯ জনের। ইটালিতে করোনায় মৃত ৩৪ হাজার ১৬৭ জন। ফ্রান্সে ২৯ হাজার ৩৪৯ জন। স্পেনে ২৭ হাজার ১৩৬ জন মৃত। মেক্সিকোতে ১৫ হাজার ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।