Global COVID-19 Cases: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি ৬১ লাখের গণ্ডী, সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত ইউরোপ

জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ৫৬ মিলিয়নের গণ্ডী ছাড়িয়ে গেল। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১.৩৪ মিলিয়নেরও বেশি মানুষ। বৃহ্পতিবার সকালের তথ্য অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৫ কোটি ৬১ লক্ষ ৭৮ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার ৩৪৮ জনের। করোনা বিধ্বস্ততার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ১ কোট ১৫ লাখ ২৫ হাজার ১৪৯ জন। মত্যু মিছিলে শামিল ২ লাখ ৫০ হাজার ৪৮৩ জন।

Global COVID-19 Cases:  বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৫ কোটি ৬১ লাখের গণ্ডী, সেকেন্ড ওয়েভে বিপর্যস্ত ইউরোপ
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ওয়াশিংটন, ১৯ নভেম্বর: জন হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা (Global COVID-19 Cases) ৫৬ মিলিয়নের গণ্ডী ছাড়িয়ে গেল। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১.৩৪ মিলিয়নেরও বেশি মানুষ। বৃহ্পতিবার সকালের তথ্য অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্ত ৫ কোটি ৬১ লক্ষ ৭৮ হাজার ৬৭৪ জন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪৮ হাজার ৩৪৮ জনের। করোনা বিধ্বস্ততার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ১ কোট ১৫ লাখ ২৫ হাজার ১৪৯ জন। মত্যু মিছিলে শামিল ২ লাখ ৫০ হাজার ৪৮৩ জন। ৮৯ লাখ ১২ হাজার ৯০৭ জন করোনা আক্রান্তকে নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। যেখানে মৃত্যু মিছিলে শামিল ১ লাখ ৩০ হাজার ৯৯৩ জন।

১০ লাখ করোনা আক্রান্তের তালিকায় থাকা অন্যান্য দেশগুলি হল ব্রাজিল। সেখানো মোট কোরনা আক্রান্ত ৫৯ লাখ ৪৫ হাজার ৮৪৯ জন। ফ্রান্সে মোট করোনা আক্রান্ত ২১ লাখ ১৫ হাজার ৭১৭ জন। রাশিয়াতে মোট করোনা আক্রান্ত ১৯ লাখ ৭৫ হাজার ৬২৯ জন। স্পেনে মোট কোরনা আক্রান্ত ১৫ লাখ ২৫ হাজার ৩৪১ জন। ইংল্যান্ডে মোট করোনা আক্রান্ত১৪ লাখ ৩৪ হাজার ৪ জন। আর্জেন্টিনাতে মোট করোনা আক্রান্ত ১৩ লাখ ৩৯ হাজার ৩৩৭ জন। ইটালিতে মোট করোনা আক্রান্ত ১২ লাখ ৭২ হাজার ৩৫২ জন। কলম্বিয়াতে মোট করোনা আক্রান্ত ১২ লাখ ১৮ হাজার ৩ জন। মেক্সিকোতে মোট করোনা আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৭১ জন। এদিকে ব্রাজিলে করোনার বলি ১ লাখ ৬৭ হাজার ৪৫৫ জন। যা মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয়। আরও পড়ুন-Indore: ইন্দোরের সোনার দোকানের ২০ জন কর্মী করোনা পজিটিভ, ক্রেতাদের খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর

যেসব দেশে করোনার বলি ২০ হাজারেরও বেশি মানুষ। সেগুলি হল মেক্সিকো, ইংল্যান্ড, ইটালি, ফ্রান্স, ইরান, স্পেন, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)



সম্পর্কিত খবর

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত ছাত্রনেতাকে আগেই বহিস্কার করা হয়েছে, সাফাই এসএফআইয়ের

Bengal Global Business Summit: দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এল ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকার, মঞ্চেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

CM Mamata Banerjee: আগামী প্রজন্মের জীবন সুরক্ষিত করতেই প্রতি বছর করা হয় এই বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Women's U-19 T20 World Cup 2025: বিশ্ব চ্যাম্পিয়ন মেয়েদের ৫ কোটি টাকার পুরস্কার বোর্ডের

Share Us