Japanese Prime Minister: তিনদিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের বিদেশমন্ত্রী না আসায় জল্পনা চলছে ফুমিও কিশিদার সরকার চায় না জি২০ উপলক্ষে ভারতে আসা দেশগুলির প্রতিনিধিদের সামনে এশিয়ার দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা সবার সামনে আসুক।
টোকিও: আগামী ১৯ মার্চ তিনদিনের সফরে ভারতে (India) আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japanese Prime Minister Fumio Kishida) । এখানে আসার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime minister Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক-সহ আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে জাপান সরকার সূত্রে। এপ্রসঙ্গে উল্লেখ্য ভারত যেমন জি২০-র সভাপতিত্ব (G 20 Presidency) করছে তেমন এবছর গ্রুপ অফ সেভেন নেশনসের সভাপতিত্ব (G-7 Presidency) করছে জাপানও (Japan)।
নয়াদিল্লিতে বৃহস্পতিবার থেকে দুদিনের জি২০ দেশগুলির শীর্ষ কূটনীতিবিদদের বৈঠকে জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিকে পাঠায়নি সেদেশের সরকার। কিন্তু, তার ঠিক দু সপ্তাহের মধ্যেই ভারতে অনুষ্ঠিত গ্রুপ অফ ২০ ইকনমিকস ফর ২০২৩-এ যোগ দিতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের বিদেশমন্ত্রী না আসায় জল্পনা চলছে ফুমিও কিশিদার সরকার চায় না জি২০ উপলক্ষে ভারতে আসা দেশগুলির প্রতিনিধিদের সামনে এশিয়ার দুই দেশের মধ্যে গভীর সম্পর্কের কথা সবার সামনে আসুক। আরও পড়ুন: China: অন্তর্বাসের বিজ্ঞাপন করতে পারবেন না কোনও মহিলা মডেল, নয়া নিয়ম
জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করবেন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার বিষয়ে। ইতিমধ্যে জি-৭ গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলোচনার সময় রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করার পক্ষে সওয়াল করে জাপান। অন্যদিকে এই ধরনের কোনও পদক্ষেপ নিতে রাজি নয় ভারত। এই অবস্থায় দাঁড়িয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধান ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামিয়ে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে আলোচনা করবেন বলেই খবর।