Italian PM Giorgia Meloni Separation: সাংবাদিক সঙ্গীর সঙ্গে ১০ বছরের সম্পর্কে বিচ্ছেদ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্যক্তিগত জীবনে ঝড়। সঙ্গী আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল প্রধানমন্ত্রী মেলোনির।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni )-র ব্যক্তিগত জীবনে ঝড়। সঙ্গী আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল প্রধানমন্ত্রী মেলোনির। মেলোনির সঙ্গে টিভি সাংবাদিক আন্দ্রেয়া জিয়ামব্রুনোর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দীর্ঘ ১০ বছর ধরে। বিচ্ছেদ নিয়ে মেলোনি বললেন, " আমাদের দু'জনের পথ বেশ কয়েকদিন ধরেই আলাদ হয়ে গিয়েছিল। এখন সেটা স্বীকার করে আমরা যে যার পথে এগিয়ে চলছি।"
৪৬ বছরের মেলিনো সম্প্রতি জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লিতে এসেছিলেন।
দেখুন এক্স