Istanbul Bomb Blast: তুরস্কের ইস্তানবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণ, ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার তুর্কী পুলিশের (দেখুন ভিডিও)

বিস্ফোরণে কাঁপল তুরস্কের রাজধানী ইস্তানবুল। রবিবার শহরের ব্যস্ততম একটি রাস্তায় বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

 রবিবার (১৩ নভেম্বর) বড় সড় বিস্ফোরণে কেঁপে উঠল তুরস্কের রাজধানী ইস্তানবুল।তুর্কি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে স্থানীয় সময় বিকেল ৪টে বেজে ২০ মিনিট নাগাদ  ইস্তানবুলের শহরের কেন্দ্রস্থল তাকসিম স্কোয়ারের কাছে ইস্তিকলাল স্ট্রিটে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন। বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে না জানা গেলেও, স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

#UPDATE | Explosion on Istanbul's Istiklal Avenue left six people dead and 81 injured. Blast considered a terrorist act, female attacker detonated the bomb, Turkish news agency Anadolu reported Turkey's Vice-President as saying

 বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীর গাড়ি। বিস্ফোরণের সময় বিকট শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়।

 তুর্কির স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) অভিযুক্ত করেছেন। এফপি সূত্রে জানা গেছে ইস্তাম্বুল বোমা হামলার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।