Israel-Iran War: ইরানের বিরুদ্ধে সশস্ত্র হল ইজরায়েল, শনির সকাল থেকে তেহরান-সহ বিভিন্ন শহর কেঁপে উঠছে ক্ষেপণাস্ত্র হামলায়
শনিবার সাত সকাল থেকে ইজরায়েল সেনা বাহিনীর লক্ষ্যবস্তু ইরান। রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী শহরে শোনা যাচ্ছে মিশাইল হামলার শব্দ।
জেরুজালেম, ২৬ অক্টোবরঃ ইরানের বিরুদ্ধে এবার অস্ত্র তুলল ইজরায়েল (Israel-Iran War)। গত কয়েক মাস যাবত ইজরায়েলের উপর ইরানের লাগাতার হামলার বিরুদ্ধে আকাশপথে বিস্ফোরক জবাব ছুঁড়তে শুরু করেছে আইডিএফ (IDF)। শনিবার সাত সকাল থেকে ইজরায়েল সেনা বাহিনীর লক্ষ্যবস্তু ইরান (Iran)। রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী শহরে শোনা যাচ্ছে মিশাইল হামলার শব্দ।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (Israel Defence Forces) বা আইডিএফ-এর তরফে এই হামলার খবর নিশ্চিত করে ভিডিয়ো বার্তার মাধ্যমে জানানো হয়েছে, ইজরায়েলের উপর গত কয়েক মাস ধরে লাগাতার হামলা চালিয়েছে ইরান। সেই হামলার প্রতিক্রিয়া স্বরূপ আইডিএফ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরানের বিরুদ্ধে ইজরায়েল প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতা সম্পূর্ণরূপে সক্রিয় করেছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে এইডিএফ।
ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যালেন জানাচ্ছে, রাজধানী তেহরানের (Tehran) আশেপাশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার শব্ধ শোনা গিয়েছে। নিকটবর্তী শহর কারাজেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
ইরানে হামলা প্রসঙ্গে ইজরায়েল সেনা আরও জানিয়েছে, বিশ্বের অন্যান্য সার্বভৌম দেশের মতো ইজরায়েলেরও হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে। তাই দেশ এবং দেশের জনগণকে রক্ষা করার জন্যে যা যা করার দরকার সমস্তটা করবে ইজরায়েল (Israel)।
গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের (Hamas) যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধের মাঝেই ইজরায়েলের উপর হামলা চালায় ইরান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা (Hezbollah)। সাম্প্রতিক সময়ে ইজরায়েলে হিজবুল্লা হামলার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। তাই এবার সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করল বেঞ্জামিন নেতানিয়াহুর দেহ।