Israeli Airstrikes: ট্রাম্প ফিরলেও যুদ্ধ চলছেই, ইজরায়েলের স্কুলে ড্রোন হামলার মাঝে বেইরুটে ক্রমাগত আকাশপথে বোমা ফেলছে নেতানিয়াহুর দেশ

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় ফিরলে বিশ্বের বিভিন্ন প্রান্ত চলা থেমে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধও হবে না। নির্বাচনে কমলা হ্যারিসকে পরাস্ত করে মার্কিন মুলুকে আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।

Israel Attacks Lebanon (Photo Credit: X)

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, তিনি ক্ষমতায় ফিরলে বিশ্বের বিভিন্ন প্রান্ত চলা থেমে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধও হবে না। নির্বাচনে কমলা হ্যারিসকে পরাস্ত করে মার্কিন মুলুকে আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরেছেন ট্রাম্প।  যদিও শপথ নিয়ে সিংহাসনে বসতে ট্রাম্পের আরও মাস দুয়েক লাগবে। কিন্তু ট্রাম্পের বিপুল ভোটে জেতার পরেও যুদ্ধ কোথাও কমছে না। ইউক্রেন হামলা চালিয়েছে মস্কোতে। পুতিনের দেশ তার অন্তত পাঁচ গুণ হামলা করেছে। আর এবার লেবাননের রাজধানী বেইরুট ধ্বংস করতে বেঞ্জামিন নেতনিয়াহু-র দেশ কার্য আদাজল খেয়ে নামল। হিজবুল্লা গোষ্ঠীদের ইজরায়েলের নির্মুলে বিশেষ অভিযান বেইরুটে।

এদিন বেইরুট ক্রমাগত বিমান থেকে শক্তিশালী বিস্ফোরক ফেলে হিজবুল্লার ঘাঁটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করল ইজরায়েলী সেনা। সেই হামলার মাঝে বেইরুটের দক্ষিণ শহরতলীর হারেত হেরিকে এক আবাসিক ভবনে ইজরায়েলের বোমা আঘাত করল। ইজরায়েলের দাবি, হিজবুল্লার ঘাঁটিতে এদিন তারা আঘাত হামতে সফল হয়েছে।

বেইরুটে হামলা ইজরায়েলের

হিজবুল্লার ঘাঁটিতে হামলা ইজরায়েলের

তার আগে লেবানন থেকে হিজবুল্লা গোষ্ঠীর একটি শক্তিশালী ড্রোন আছড়ে পড়ে ইজরায়েলের নেশেরের একটি কিন্ডারগার্ডেন স্কুলে। তবে অত্যন্ত আশ্চর্যজনকভাবে একজন পড়ুয়ারাও কোনও ক্ষতি হয়নি। ইজরায়েলের আয়রন ডোমের শক্তিশালী নজর এড়িয়ে হিজবুল্লা-র ড্রোনটি ঢুকে পড়েছিল নেশেরর স্কুলে।