Israel-Gaza: গভীর রাতে গাজায় ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইজরায়েল, মহিলা এবং শিশু মিলিয়ে মৃত ২২
শনিবার গভীর রাতে দক্ষিণ গাজার একাধিক বাড়ি এবং বহুতল লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর তাতেই ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১১ জন মহিলা এবং ২ জন শিশু।
গাজা, ২৭ অক্টোবরঃ ইরানের (Iran) বিরুদ্ধে সরাসরি অস্ত্র ধারণ করেছে ইজরায়েল (Israel)। শনিবার সকাল থেকে রাজধানী তেহরান এবং আশেপাশের শহরের সামরিক ঘাঁটি লক্ষ্য করে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। তবে গাজার সঙ্গে যুদ্ধে এখনও ছেদ পড়েনি। পালেস্তাইন থেকে হামাসদের নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ইরানে হামলা চালানোর পাশাপাশি গাজাতেও হামলা অব্যাহত রেখেছে আইডিএফ (Israel Defence Forces)। শনিবার রাতে দক্ষিণ গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর সেই হামলা গাজায় ২২ জনের প্রাণ কেড়েছে বলে জানা গিয়েছে।
গাজার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার গভীর রাতে দক্ষিণ গাজার একাধিক বাড়ি এবং বহুতল লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল বাহিনী। আর তাতেই ২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ১১ জন মহিলা এবং ২ জন শিশু। আহত হন ১৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার রাতে ইজরায়েলের হামলায় গাজায় মৃত ২২...
ইজরায়েল এবং হামাসের যুদ্ধে (Israel-Hamas War) মধ্যপ্রাচ্যের একাংশে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের পথে যাওয়ার পরামর্শ দিচ্ছে ভারতের মত বহু দেশই। এদিকে ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার শনিবার জানিয়েছে, হামাস বাহিনী অস্ত্র রেখে গাজা ছাড়লে তবেই যুদ্ধবিরতির পথে যাবে ইজরায়েল।