'Israel-Palestine War Is Lesson for India':'হামাসের মতো হামলা' হবে ভারতের মাটিতে, হুমকি নিষিদ্ধ শিখ ফর জাস্টিসের প্রধান পান্নুনের (দেখুন ভিডিও)

সাম্প্রতিক মাসগুলোতে পাঞ্জাবে হিন্দু মন্দির ও শিখ নেতাদের ওপর বেশ কয়েকটি হামলা হয়েছে। ভারত সরকার এসব হামলার জন্য এসএফজেকেই দায়ী করেছে।

wanted terrorist Gurpatwant Pannu Photo Credit: Twitter@MeghUpdates

মার্কিন মুলুকে  নিষিদ্ধ ঘোষিত শিখ ফর জাস্টিস (Shikh For Justice) সংগঠনের প্রধান গুরপতবন্ত সিং পান্নুন ভারতীয় নেতাদের বিরুদ্ধে ন্যক্কারজনক  বক্তব্য এবং হুমকি প্রদানের জন্য ইতিমধ্যেই পরিচিত। সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি  ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ থেকে শিক্ষা নেওয়ার হুমকি দিয়েছেন।  ভারতেও একই ধরনের 'প্রতিক্রিয়া' ঘটতে পারে বলে শাসিয়েছেন তাঁর ভিডিওতে। তিনি আরও বলেন, 'আমরাও হামাসের মতো ভারতকে আক্রমণ করব।' উল্লেখ্য যে  গত শনিবার থেকে হামাস দক্ষিণ ইজরায়েলে বিমান হামলা চালিয়ে এ পর্যন্ত এক হাজারেরও বেশি লোককে হত্যা করেছে। এই সময় এই হুমকি ভিডিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

পান্নুনের ভিডিও এমন সময়ে এসেছে যখন ভারত খালিস্তানি সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকির সম্মুখীন হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে পাঞ্জাবে হিন্দু মন্দির ও শিখ নেতাদের ওপর বেশ কয়েকটি হামলা হয়েছে। ভারত সরকার এসব হামলার জন্য এসএফজেকেই দায়ী করেছে। পান্নুন বলেন, "ভারত যদি পাঞ্জাবকে নিজেদের দখলে করে রাখে, তাহলেই কেবল হিংসার সৃষ্টি হবে এবং এর জন্য দায়ী হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।"

দেখুন সেই ভিডিও-

 



@endif